মুম্বই: দীপাবলিতে মুক্তি পেয়েছে দুটি বলিউড ছবি 'রাম সেতু' (Ram Setu) এবং 'থ্যাঙ্ক গড' (Thank God)। বক্স অফিস কালেকশনে মুখোমুখি লড়াই চলছে দুটি ছবির। একদিকে অক্ষয় কুমার। অন্যদিকে অজয় দেবগন। দুটো ভিন্ন ধরনের ছবি দর্শকদের মনোরঞ্জন করতে চলছে প্রেক্ষাগৃহে। কিন্তু ছবি দুটি উতসবের মরসুমে মুক্তি পেলেও তেমন উল্লেখজনক হয়নি বক্স অফিস কালেকশন। অক্ষয় কুমারের (Akshay Kumar) 'রাম সেতু' প্রথম কয়েকদিনে কিছুটা আশার আলো দেখাতে শুরু করলেও পরের দিকে পড়তে থাকে ব্যবসা। অন্যদিকে, অজয় দেবগন (Ajay Devgn), রকুলপ্রীত সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্রর 'থ্যাঙ্ক গড' শুরু থেকেই কার্যত ধুঁকছে বক্স অফিসে। কিন্তু সপ্তাহান্তে দুটো ছবিরই ব্যবসা বাড়ল কিছুটা।
কত টাকার ব্যবসা করল 'রাম সেতু' এবং 'থ্যাঙ্ক গড'?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাম সেতু' এবং 'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। 'রাম সেতু'র ক্ষেত্রে তিনি লিখেছেন, 'পঞ্চম দিনে সামান্য উন্নতি। প্রেক্ষাগৃহে কিছু বেশি দর্শক এলেন। টিকে থাকতে দুই সংখ্যার বক্স অফিস কালেকশন দরকার। নজর থাকবে ষষ্ঠ দিনে। যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের কারণে বেশ কিছুটা প্রভাবও পড়বে। শনিবার ৭.৩০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত মোট ৪৮.৭৫ কোটি টাকার ব্যবসা করল 'রাম সেতু'।
আরও পড়ুন - Sajid Khan: সাজিদ প্রসঙ্গে সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শার্লিন চোপড়ার
'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন জানিয়ে তরণ আদর্শ জানিয়েছিলেন যে, শুক্রবার পর্যন্ত এই ছবি ব্যবসা করে মোট ২১.৫৫ কোটি টাকা। আর শনিবার এই ছবি ব্যবসা করেছে ৩.২৫ কোটি টাকার। তাই 'রাম সেতু'র থেকে 'থ্যাঙ্ক গড' বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বক্স অফিস কালেকশনে।
প্রসঙ্গত, 'রাম সেতু' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা। অন্যদিকে, 'থ্যাঙ্ক গড' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহকে। কমেডি এবং তার সঙ্গে পাপ-পূণ্যের হিসেব নিয়ে মজাদার ছবি তৈরি করেছেন পরিচালক ইন্দ্র কুমার।