নয়াদিল্লি: গত বছর করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। লোকজন গৃহন্দি ছিলেন। ওই সময় টেলিভিশনের পর্দায় ফিরিয়ে আনা হয়েছিল ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় সিরিয়াল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ও বি আর চোপড়ার ‘মহাভারত’। অতীত দিনের ওই সিরিয়ালগুলি লকডাউনের সময় দূরদর্শনের পর্দায় উপভোগ করেছিলেন দর্শকরা। এখন আবার দর্শকদের চাহিদায় ছোট পর্দায় ফিরতে চলেছে ‘রামায়ণ’ সিরিয়াল।
জানা গেছে, ওই সিরিয়াল ফের টেলিভিশনে সম্প্রচারিত হতে চলেছে। গত বছর লকডাউনের সময় দর্শকরা অতীত দিনের জনপ্রিয় ওই সিরিয়ালগুলি পুণঃসম্প্রচারের আর্জি জানিয়েছিলেন। এ বছর আরও একবার দর্শকরা রামায়ণ সিরিয়াল সপরিবারে দেখার সুযোগ পেতে চলেছেন।
রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ সিরিয়াল প্রত্যেকদিন স্টার ভারতে সন্ধে সাতটা সম্প্রচারিত হবে। চ্যানেলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে।
গত বছর শুধু ‘রামায়ণ’, ‘মহাভারত’-ই নয় ‘ওম নমঃ শিবায়’ ও ‘বিষ্ণুপুরাণ’ সহ অতীত দিনের নানান জনপ্রিয় সিরিয়াল টেলিভিশনের পর্দায় প্রাইম টাইমে সম্প্রচারিত হয়েছিল। সেইসঙ্গে দর্শকদের মনে ফিরেছিল অতীত দিনের স্মৃতি।
দূরদর্শনে পুণঃসম্প্রচারে ইতিহাস তৈরি করেছিল ‘রামায়ণ’। চ্যানেলকে সবচেয়ে বেশি টিআরপি দিয়ে শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই সবচেয়ে বেশি দেখা সিরিয়াল হয়ে উঠেছিল ‘রামায়ণ’।
দর্শক সংখ্যার বিচারে সারা বিশ্বেরই যাবতীয় নজির ভেঙেচুরে দিয়েছিল এই পৌরাণিক ধারাবাহিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক যে বিনোদনমূলক ধারাবাহিক দেখেছেন, তা হল দূরদর্শনের পর্দায় পুণঃসম্প্রচারিত এই ‘রামায়ণ’। শুধুমাত্র গত বছরের ১৬ এপ্রিল একদিনে এই সিরিয়ালের দর্শক সংখ্যা ছিল ৭.৭ কোটি।
ভারতের অন্যতম বিখ্যাত টিভি অনুষ্ঠান রামায়ণ প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-তে। আর এরপর ২০২০-তে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এই শো। সারা বিশ্বের ক্ষেত্রেই যা একটা রেকর্ড।
২০২০-তে ট্যুইটারে দূরদর্শনের ঘোষণা অনুযায়ী, ওই বছরের ১৬ এপ্রিল দর্শকসংখ্যার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ‘রামায়ণ’ এবং ওইদিন দর্শকসংখ্যা ছিল ৭.৭ কোটি। দর্শকসংখ্যার এই রেকর্ডই প্রমাণ করে এই টেলি সিরিয়ালের জনপ্রিয়তা কতটা।