নয়াদিল্লি: অতীতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘রামায়ণ’ ফের সম্প্রচারে খুশি দর্শকরা। গত ২৮ মার্চ থেকে সকাল নটা থেকে দশটা পর্যন্ত ডিডি ন্যাশনালে ‘রামায়ণ’ সিরিয়ালের সম্প্রচার চলছে। এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া জোর আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা এ বিষয়ে তাঁদের মতামত জানাচ্ছেন। এরইমধ্যে সিরিয়ালের পরিচালক রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর এই ভিডিও বার্তার মাধ্যমে ‘রামায়ণ’ সিরিয়ালের পুণঃসম্প্রচার নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।

ভিডিওতে প্রেম সাগর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সকলের কাছে আর্জি জানিয়েছেন।

ভিডিওতে প্রেম সাগর বলেছেন, ‘দূরদর্শনে ৩৩ বছর পর ‘রামায়ণ’ সিরিয়ালের নতুন করে সম্প্রচার খুবই সৌভাগ্যের ব্যাপার। দেশ যখন করোনাভাইরাসের কারণে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রামায়ণ যদি দর্শকদের রাস্তা দেখাতে পারে, দিশা দিতে পারে, তাহলে বাড়িতেই থাকুন এবং রামায়ণ দেখুন।  মর্যাদা পুরুষোত্তমের গুণ থেকে শিক্ষা নিতে হবে এবং তা নিজেদের জীবনের সঙ্গে যুক্ত করে শিশুদের শেখাতে হবে’।

কয়েকদিন আগে প্রেম সাগর ‘রামায়ণ’ সিরিয়ালের শিল্পীদের সঙ্গে এসেছিলেন কপিল শর্মার শো-তে। সেখানে রামের চরিত্রের অভিনেতা অরুণ গোভিল জানিয়েছিলেন যে, তাঁকে প্রথমে রামের চরিত্রে বাতিল করা হয়েছিল। গোভিল জানিয়েছেন, তিনি এর আগে রামানন্দ সাগরের সঙ্গে ‘বিক্রম অউর বেতাল’ সিরিয়ালে কাজ করছিলেন। রামানন্দ সাগর ‘রামায়ণ’ সিরিয়াল করতে চলেছেন জানতে পেরে গোভিল সটান তাঁর কাছে গিয়ে রামের চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু অডিশনের প্রথম রাউন্ডে বাদ পড়েছিলেন গোভিল। এরপর একদিন তাঁর কাছে রামানন্দ সাগরের ফোন আসে। তিনি জানান, রানের চরিত্রে অভিনয়ের জন্য তিনি কাউকে পাচ্ছেন না। এরপরই গোভিল ওই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।