কলকাতা: গত ২৮ নভেম্বর থেকে ছোট পর্দায় শুরু হয়ে গিয়েছে নতুন ধারাবাহিক 'সোহাগ জল' (Sohag Jol)। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং হানি বাফনাকে (Honey Bafna)। এই ধারাবাহিক দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন শ্বেতা ও হানি। বিবাহ, বিচ্ছেদ, পরিবার, প্রেম, ভালোবাসা, দায়িত্ব, টান। সম্পর্কের টানাপোড়েন উঠে আসছে 'সোহাগ জল' ধারাবাহিকে। আজ প্রকাশ্যে এল এই ধারাবাহিকের টাইটেল ট্র্যাক (Sohag Jol Title Track) রেকর্ডিংয়ের নানা মুহূর্ত।
'সোহাগ জল' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক রেকর্ডিংয়ের মুহূর্ত-
এদিন সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সোহাগ জল' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক রেকর্ডিংয়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করা হয়েছে। টাইটেল ট্র্যাকটিতে সুর দিয়েছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি গেয়েছেন মধুরা।
আরও পড়ুন - Aamir Khan: মহেশ ভট্টের ছবির প্রস্তাবে 'না' বলেন আমির! তারপর?
প্রসঙ্গত, এই গল্পে শ্বেতা ভট্টাচার্যর চরিত্রের নাম জুঁই। খুব ছোটবেলায় বাবা-মাকে হারায় সে। বাবার শেষ ইচ্ছা রাখার জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলে জুঁই। পাশাপাশি নিজের স্বপ্ন ও ইচ্ছাপূরণ করতেও চায় সে। বাড়ির অন্যান্যরা জুঁইকে চাপ দেয় জমি বিক্রি করে দেওয়ার জন্য। অন্যদিকে, হানি বাফনার চরিত্রের নাম শুভ্র। সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে। বড়ভাইয়ের সঙ্গে হামেশাই ব্যবসার কাজে বাইরে যেতে হয় তাঁকে। একটি জমি ও ব্যবসা সংক্রান্ত কারণেই জুঁইকে বিয়ে করে শুভ্র। কিন্তু বিয়ে বা প্রেমে বিশ্বাসী নয় সে। জুঁই কিন্তু বিবাহে বিশ্বাসী। সে চেষ্টা করে একজন ভাল স্ত্রী, একজন ভাল পুত্রবধূ হয়ে ওঠার। কিন্তু জুঁই বুঝতে পারে,পরিবারের সবাই তাকে আপন করে নিলেও স্বামী শুভ্রর মনে জায়গা করে নিতে পারেনি সে। কিছুদিন বাদে শুভ্র বিচ্ছেদ দায় জুঁইয়ের থেকে। এরপরে সম্পর্কের টানাপোড়েনেই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প।