কলকাতা: 'এটা কি ২৪৪১১৩৯?' নম্বরটা শুনলেই বাঙালির মনে একটাই নাম আসে, 'বেলা বোস'। ১৯৯৮ সাল থেকে এই বিচ্ছেদের গান শুনেই প্রেমে মজেছে বাঙালি। আর বেলা বোসের স্রষ্টা অঞ্জন দত্ত আপাতত ব্যস্ত পরিচালনা, অভিনয় আর নতুন গান নিয়ে। সদ্য ১০ বছর পূর্ণ করেছে তাঁর পরিচালিত ছবি, 'রঞ্জনা আমি আর আসব না'। এবার পালা বেলা বোসের। 


রঞ্জনার পর অঞ্জনের গানের আরেক জনপ্রিয় চরিত্র বেলা বোসকে পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন অঞ্জন দত্ত ও প্রযোজক রানা সরকার। বেলা বোসকে পর্দায় নিয়ে আসার পরিকল্পনার শুরুটা কী করে? প্রযোজক বলছেন, 'দেখতে দেখতে রঞ্জনা আমি আর আসব না ছবিটার ১০ বছর কেটে গেল। দর্শকদের মধ্যে ছবিটা জনপ্রিয় হয়েছিল তো বটেই, সেইসঙ্গে ৩টে জাতীয় পুরষ্কারও পেয়েছিল। ছবিটার ১০ বছর নিয়ে আমি, অঞ্জনদা, পার্নো (মিত্র) যখন সোশ্যাল মিডিয়ায় সবাই লেখালেখি করছি, মাথায় এল এই ছবিটারই একটা সিক্যুয়েল বানাব। সেই আলোচনাই করতে বসেছিলাম। তবে 'রঞ্জনা আমি আর আসব না'-র সিক্যুয়াল ‘বেলা বোসের জন্য’ এমনটা ঘোষণা করা যাবে না। ছবিতেই লুকিয়ে থাকবে তার উত্তর। তবে চিত্রনাট্য লেখা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গানেও বেলা বোস গল্পের বেলা বোসের মধ্যে মিল নাও থাকতে পারে।'


'রঞ্জনা আমি আর আসব না'-র হাত ধরেই বড়পর্দায় পা রেখেছিলেন পার্নো মিত্র। ‘বেলা বোসের জন্য’ ছবির কাস্টেও কি নতুন কোনও চমক থাকবে? রহস্য জিইয়ে রেখে রানা বললেন, 'যদি আমার ইচ্ছার কথা জানতে চান, তাহলে আমার ইচ্ছা বেলা বোসের চরিত্রে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করার। বা ওঁর মতই অন্য কাউকে। তবে এটা একান্ত আমার মতামত। অঞ্জনদা আপাতত অন্য কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছেন। তাই ‘বেলা বোসের জন্য’-র কাস্টিং নিয়ে এখনও আলোচনা হয়নি। আর হ্যাঁ, এতবছর ধরে মানুষ কল্পনা করে এসেছেন বেলা বোস কেমন হবে। ইচ্ছা আছে দর্শকদের থেকেও মতামত জানতে চাইব। সেটা টলিউডের কেউ হতে পারেন, বলিউডের কেউ ও হতে পারেন। অথবা বাংলাদেশের কোনও অভিনেত্রী।'


৫০ শতাংশ দর্শক নিয়ে খুলছে সিনেমাহল। ‘বেলা বোসের জন্য’ কী বাছবেন প্রযোজক? রানার স্পষ্ট উত্তর, 'এই ছবি বড়পর্দায় দেখার। ওটিটিতে মুক্তির প্রশ্নই ওঠে না। ইচ্ছা করেই দেরি করে শ্যুটিং শুরু করব, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শককে হলমুখী করার জন্যই আমার সব ছবির পরিকল্পনা। আগামীতে যতগুলো কাজ করছি, সবই বড়পর্দায় মুক্তি পাবে।'