নয়াদিল্লি: সূত্রের খবর অনুযায়ী, আজ থেকে শুরু হচ্ছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের (Ranbir Kapoor and Alia Bhatt Marriage) অনুষ্ঠান। দুই তারকার পরিবারের লোকজনেদের সঙ্গে সঙ্গে উত্তেজিত তাঁদের হাজারো অনুরাগীরাও। দুজনে যে খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন তা দুই বাড়িতে চলতে থাকা প্রস্তুতি পর্ব থেকেই পরিষ্কার। বাড়ি সাজছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি (last moment preparations)। সূত্রের খবর অনুযায়ী, আজ মেহেন্দির অনুষ্ঠান। 


রণবীর ও আলিয়ার বিয়ের দিন স্থির


প্রসঙ্গত এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের মামা রবিন ভট্ট জানান রণবীর ও আলিয়া কবে অপরের হাত ধরতে চলেছেন। তিনি জানান, আজ থেকে অর্থাৎ ১৩ এপ্রিল থেকে প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হচ্ছে। সেই অনুযায়ী, নিয়ম মতো আগামী ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন এই দম্পতি। অর্থাৎ বিয়ে হতে মাত্র ১ দিন বাকি। সেই মতো প্রস্তুতি তুঙ্গে তারকা জুটির বিয়ের। চেম্বুরের আর কে বাংলোর পাশাপাশি কপূর এবং ভট্ট বাড়িতেও প্রস্তুতি চলছে পুরোদমে। 


বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, রবিন ভট্ট বলেন, 'বিয়ের তারিখে কোনও পরিবর্তন বা নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা সম্পর্কে আমি অবগত নই। তারিখ পিছিয়ে যাওয়ার বিষয়েও আমাকে জানানো হয়নি। আমি যতদূর জানি, তাঁরা ১৪ এপ্রিল পরিকল্পনা অনুযায়ী বিয়ে করছেন এবং তারিখটি অবশ্যই ২০ এপ্রিল নয়।'


আরও পড়ুন: Brahmastra Teaser Song: রণালিয়ার 'জীবনের নতুন অধ্যায়' শুরুর আগে প্রেমের গানের টিজার পোস্ট অয়ন মুখোপাধ্যায়ের


তুঙ্গে প্রস্তুতি


বিভিন্ন বিনোদন সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়। বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া। সপ্তাহান্তেই সেজে উঠেছে চেম্বুরের আরকে বিল্ডিং। সোমবার, পাপারাৎজিদের প্রবেশ এড়াতে রণবীর কপূরের বাড়ি 'বাস্তু'তে পর্দা লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, 'বাস্তু'-তেই বিয়ে সম্পন্ন হবে।








রণবীর কপূরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর সাহনি এবং বোনঝি সামারা বুধবার, বান্দ্রায় রণবীরের 'বাস্তু' বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হন। তাঁরা প্রত্যেকে ট্রেডিশনাল পোশাক পরেছিলেন। জানা গেছে, আজ রণবীরের বাড়িতে তাঁর প্রয়াত বাবা ঋষি কপূরের স্মরণে একটি পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের আরও ঘনিষ্ঠদের এদিন 'বাস্তু'তে পৌঁছতে দেখা যায়।