সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি-দুর্নীতি মামলায় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল ডিভিশন বেঞ্চ। আরও ৪ সপ্তাহ বাড়ল স্থগিতাদেশের মেয়াদ।
কতটা স্বস্তি:
SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আরও ৪ সপ্তাহ বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত সিঙ্গল বেঞ্চেও এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলার কোনও শুনানি ১৩ মে পর্যন্ত হবে না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মোট ছটি মামলার ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবকটির ক্ষেত্রেই একই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। মঙ্গলবারই একদিনের জন্য এই নির্দেশ দিয়েছিল ওই ডিভিশন বেঞ্চ। এবার সেই নির্দেশই চার সপ্তাহের জন্য বহাল হল।
আইনজীবী দ্বীপায়ন কুণ্ডু বলেন, '১৩ মে সকাল সাড়ে দশটায় ফের শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। গ্রুপ সি , গ্রুপ ডি, নবম ও দশম শ্রেণির সবকটি মামলায় স্থগিতাদেশ থাকল। সিঙ্গল বেঞ্চও কোনও নির্দেশ দিতে পারবে না এতদিন।'
এর আগে কী হয়েছিল?
সোমবার গ্রুপ-D নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। তার প্রেক্ষিতে গতকাল বিকেলের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মঙ্গলবারই ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। বুধবার সকাল সাড়ে দশটায় ফের শুনানির দিন দেওয়া হয়। সেইমতো এদিন শুরু হয় শুনানি। তারপরে এই রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে পাঁচ সদস্যের 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব