মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের খবরে তোলপাড় নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারা অপেক্ষায় রয়েছেন দুই তারকার চারহাত এক হওয়ার জন্য। বি টাউনের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর-আলিয়া। বহু অনুরাগী তাঁদের একসঙ্গে 'রালিয়া' নামেও ডেকে থাকেন। এই দুই তারকার সম্পর্ক কীভাবে শুরু হল? শোনা যায়, রণবীর কপূর ছিলেন আলিয়া ভট্টের ছোটবেলার ভালোলাগা। ক্রাশ। ছোটবেলার ক্রাশ কীভাবে প্রেমিকে রূপান্তরিত হল আলিয়ার জীবনে?
রণবীর-আলিয়ার সম্পর্ক-
বহু মানুষই জানেন না, আলিয়া ভট্ট যখন মাত্র ১১ বছর বয়সের ছিলেন, তখন থেকেই রণবীর কপূরের প্রতি তাঁর ভালোলাগা ছিল। জানা যায়, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন অভিনীত 'ব্ল্যাক' ছবিটি যখন তৈরি হচ্ছে, সেই ছবিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন রণবীর কপূর। আর ওই ছবিতেই অডিশন দিতে আসেন আলিয়া। সেই সময় রণবীরকে দেখে ভালোলেগে যায় আলিয়ার। এই ঘটনার বেশ কিছু বছর পর ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় আলিয়া ভট্টের। পরবর্তীকালে 'কফি উইথ করণ'-এ একবার অভিনেত্রী প্রকাশ্যে রণবীর কপূরকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় অভিনেত্রী 'হাইওয়ে' ছবির প্রোমোশনে দেখা যায় রণবীরকে। শোনা যায়, ২০১৭ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম। আর দুই তারকাকে একসঙ্গে প্রথমবার দেখা যায় সোনম কপূরের রিসেপশনে।
আরও পড়ুন - Ranbir-Alia Wedding: অতিথি তালিকা থেকে বিয়ের পোশাক, রণবীর-আলিয়ার বিয়ের বিস্তারিত তথ্য জানুন
প্রকাশ্যে একসঙ্গে ধরা দেওয়া পর এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন রণবীর কপূর। এরপর বিভিন্ন অনুষ্ঠানে, দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা পাওয়া যেতে থাকে। কপূর পরিবারের সমস্ত অনুষ্ঠান থেকে ডিনার কিংবা লাঞ্চে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কপূরের জন্মদিনে তাঁরা একসঙ্গে বেড়াতেও যান। বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া ভট্ট তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। অবশেষে জানা যাচ্ছে এই রূপকথার মতো ভালোবাসা চলতি মাসেই বিয়ের পূর্ণতা পেতে চলেছে। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।