কিভ (ইউক্রেন) : ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার (Russia Ukraine War) হামলার পর কেটে গিয়েছে পাঁচ সপ্তাহেরও বেশি সময়। হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। যুদ্ধের ফলে ঘর ছাড়া হয়েছেন লক্ষ লক্ষ ইউক্রেনবাসী। প্রাণ বাঁচাতে প্রতিবেশী পোল্যান্ড (Poland), হাঙ্গেরি (Hungery) বা রোমানিয়ার (Romania) মতো দেশে ভিড় জমাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়রা (War Torn Ukraine)।
বুচার গণকবর নিয়ে দ্বন্দ্ব
যুদ্ধশেষের কোনও ইঙ্গিত নেই, উল্টে কিভের বাইরে বুচা শহরে গণকবর (Bucha Massacre) উদ্ধার ঘিরে দু’দেশের তিক্ততা আরও বাড়ল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UN Security Council) রাশিয়ার স্থায়ী সদস্য পদ খারিজের দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। যদিও গণকবর উদ্ধারকে ইউক্রেনের নাটক বলে আগেই উড়িয়ে দিয়েছে রাশিয়া। আর এই আবহে রাশিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে সেদেশ থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন (European Union)।
ঠিক কী হয়েছে বুচা শহরে
সম্প্রতি বুচা শহরে গণকবরের হদিশ মিলেছে। যা থেকে উদ্ধার হয়েছে ৪১০টি মৃতদেহ! প্রায় ৪৫ ফুট লম্বা গণ কবরের এই ছবি সামনে আসতেই শিউরে উঠেছে বিশ্ববাসী। সোমবার বুচায় যান প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্তদের মধ্যে খাবার-সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
রাশিয়ার সমালোচনা আমেরিকার
বুচার গণহত্যা নিয়ে রাশিয়ার সমালোচনায় সরব হয়েছে আমেরিকা (United States)। পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেছেন, বুচায় সংগঠিত অত্যাচারের নেপথ্যে রাশিয়া আছে। শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বই এ নিয়ে প্রায় নিশ্চিত।
মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়াকে তীব্র আক্রমণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, অবিলম্বে রাশিয়ার যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে। রাশিয়া ইউক্রেনকে নীরব ভৃত্য বানিয়ে রেখে দিতে চায়।
এরইমধ্যে মঙ্গলবার রাশিয়ার ওপর পঞ্চম নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনয়ন। ট্যুইট করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের নিরীহ জনগণের বিরুদ্ধেও রাশিয়া নিষ্ঠুর, নির্মম যুদ্ধ চালাচ্ছে। এই সঙ্কটে রাশিয়ার ওপর আমাদের সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে। তাই আমরা পঞ্চম নিষেধাজ্ঞার প্রস্তাব করছি।
আরও পড়ুন- 'যদি আমাদের কিছু হয়ে যায়?' সন্তানের পিঠে ঠিকানা লিখলেন ইউক্রেনের এক মা