মুম্বই: হাতে বাকি আর মাত্র দুটো দিন। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। দুই তারকাই এখন তাঁদের আগামী ছবি নিয়ে মারাত্মক ব্যস্ত। দেশের নানা প্রান্তে তাঁরা দৌড়ে বেড়াচ্ছেন ছবির প্রচারে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ছবির প্রচার চালিয়ে যাচ্ছেন আলিয়া। তবে, প্রচার চালালেও, সব জায়গায় যে একইরকম প্রতিক্রিয়া পাচ্ছেন, তা নয়। বরং, বেশ কিছু জায়গায় তাঁরা নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন। সম্প্রতি জানা যাচ্ছে, মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। কিন্তু সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হল না। বজরং দলের পক্ষ থেকে দুই তারকাকে মন্দিরে প্রবেশের আগেই আটকে দেওয়া হল।
'ব্রহ্মাস্ত্র' প্রচারে মহাকালেশ্বর মন্দিরে ঢুকতে পারলেন না রণবীর - আলিয়া-
মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং দেশের আরও নানা প্রান্তে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'র প্রচার চালাচ্ছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট এবং ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তাঁদের ছবির প্রচার সফল থাকলেও, নানা প্রান্তে বেশ কিছু জায়গায় তাঁদের বাধার মুখেও পড়তে হচ্ছে। সম্প্রতি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল রণবীর - আলিয়ার। কিন্তু তাঁদের সেই ইচ্ছে পূরণ হল না। বজরং দলের পক্ষ থেকে দুই তারকাকে মন্দিরে ঢুকতে দেওয়া হল না। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দুই তারকা মন্দিরে প্রবেশের আগেই মন্দিরে সামনে বজরং দলের সদস্যরা ভিড় জমিয়ে উত্তেজনা তৈরি করে। কালো পতাকা দেখানো হয় দুই তারকাকে। ভিভিআইপি গেটের সামনে তাঁরা জমায়েত হয়েছিলেন এবং দুই তারকাকে তাঁরা মন্দিরে প্রবেশ করতে দেননি। এরপর উত্তেজনা সামাল দিতে পুলিশ আসে। এবং তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করেন। আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছিলেন যে তিনি উজ্জয়িনীতে যাবেন। তাঁর পোস্টের পরই তাঁর অনুরাগীরা সেখানে জমা হন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের মন্দিরে ঢুকতে দেয়নি বজরং দল।
আরও পড়ুন - Hrithik Roshan: বাড়ির গাড়িতে চড়ার অনুমতি ছিল না হৃত্বিকের!
প্রসঙ্গত, নেট দুনিয়ায় সম্প্রতি বলিউড ছবির বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। সেই প্রভাব পড়েছে মুক্তি পাওয়া বলিউড ছবিগুলিতেও। 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও এর জন্য নানা সমস্যায় পড়তে হয়েছে।
রণবীর কপূর, আলিয়া ভট্ট ছাড়াও ব্রহ্মাস্ত্র ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়কে। এই ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ছবি মুক্তির অপেক্ষায় নির্মাতা থেকে দর্শকেরা।