মুম্বই: আজ জন্মদিন অভিনেতা, পরিচালক রাকেশ রোশনের (Rakesh Roshan)। আজ ৬ সেপ্টেম্বর তিনি ৭৩ বছরে পা দিলেন। বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। পরিচালনা করেছেন। অভিনয় করেছেন। শুধু হিন্দি ছবিই নয়। বাংলা ছবিতেও অভিনয় করেছেন রাকেশ রোশন। তাঁর হাত ধরেই বলিউডে এসেছেন হৃত্বিক রোশন। ২০০০ সালে মুক্তি পাওয়া 'কহো না পেয়ার হ্যায়' দিয়ে বি টাউনে পা রাখেন হৃত্বিক (Hrithik Roshan)। প্রথম ছবিই ব্লকবাস্টার হিট। স্টার কিড হলেও অন্যান্য বহু স্টার কিডের তুলনায় হৃত্বিক রোশনের জনপ্রিয়তা অনেকটাই বেশি। রাকেশ রোশনের জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর পুরনো একটি সাক্ষাৎকার। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, বাড়ির গাড়িতে চড়ার অনুমতি ছিল না ছেলে হৃত্বিকের।
হৃত্বিক প্রসঙ্গে রাকেশ রোশন-
সম্প্রতি ছবি নির্মাতা রাকেশ রোশনের যে সাক্ষাৎকার সামনে এসেছে, সেখানে ছেলে হৃত্বিকের বেড়ে ওঠা নিয়ে নানা কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অভিনেতা হিসেবে তিনি ব্যর্থ হওয়ার পর ছেলেকে নিজের মতো করে স্বপ্ন পূরণ করার স্বাধীনতা দেন। 'খুবসুরত', 'কামচোর'-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন রাকেশ রোশন। কিন্তু অভিনেতা হিসেবে তিনি যতটা না পরিচিতি পেয়েছেন, তার থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন পরিচালক হিসেবে। তিনি জানাচ্ছেন, হৃত্বিকের কেরিয়ারের ওঠাপড়ায় তিনি খুশি ছিলেন।
আরও পড়ুন - Brahmastra Updates: 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মৌনী রায়, অমিতাভ বচ্চনরা?
রাকেশ রোশন বলছেন, 'ও (হৃত্বিক রোশন) সত্যিই খুব পরিশ্রম করে। অন্য সমস্ত বাবা-মায়ের মতো আমিও চাই আমার ছেলের স্বপ্ন পূরণ হোক। হৃত্বিক ওর কেরিয়ারে যা করতে পেরেছে, আমি তা পারিনি। ও একজন সুপারস্টার। আর বাবা হিসেবে আমি ওর জন্য গর্বিত। ওর কেরিয়ারেও অনেক ওঠাপড়া এসেছে। তা দেখে আমি খুশি। কারণ, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। ওকেও নিতে হয়েছে আর হবে।'
'করণ অর্জুন' ছবিতে রাকেশ রোশনের সহকারী হিসেবে কাজ করেন হৃত্বিক রোশন। রাকেশ জানাচ্ছেন, 'গ্র্যাজুয়েশনের পর ও আমার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। 'করণ অর্জুন'-এ ও আমার সহকারী হিসেবে কাজ করে। সহকারী পরিচালক হিসেবে আমি ওর প্রতি খুব কঠোর ছিলাম। আমার সঙ্গে লাঞ্চ কিংবা ডিনার করতে দিতাম না। আমার গাড়িতে ও যাতায়াত করত না। বরং, বাসে কিংবা ট্যাক্সিতে করে ও যাতায়াত করত। বাড়িতে আমরা একসঙ্গে খাবার খেতাম কিন্তু সেটে নয়।'