রণবীর সেরা অভিনেতা, 'অ্যায় দিল... ' দেখার পর বললেন আমির
Web Desk, ABP Ananda | 30 Oct 2016 05:31 PM (IST)
মুম্বই: 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ রণবীর কপূরের অভিনয় দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ আমির খান। ছবি দেখে মুগ্ধ আমির বললেন, রণবীর সেরা অভিনেতা। টুইটারে আমির লেখেন, এইমাত্র অ্যায় দিল দেখলাম। কী ভালো ফিল্ম। তাঁর যে ভীষণ পছন্দ হয়েছে, সে কথাও জানিয়েছেন। পরিচালক কর্ণ জোহর এবং ছবির মুখ্য তিন তারকা রণবীর কপূর, ঐশ্বর্য রাই, অনুষ্কা শর্মারও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। গত শুক্রবারই মুক্তি পেয়েছে "অ্যায় দিল হ্যায় মুশকিল"। দু’দিনে ১৩.১০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।