মুম্বই: অবশেষে চলতি মাসেই বাজতে চলেছে বিয়ের সানাই। এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের খবরে তোলপাড় হচ্ছিল নেট দুনিয়া। জানা যায়, করোনা পরিস্থিতির কারণেই পিছিয়ে গিয়েছিল তাঁদের বিয়ে। অবশেষে চলতি মাসেই তা সম্পন্ন হতে চলেছে। এমনই খবর সূত্রের।


রণবীর-আলিয়ার বিয়ে-


বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের দাদুর শারীরিক অবস্থা ভালো নেই। আর তাই দ্রুত বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, আলিয়া ভট্টের দাদু নরেন্দ্র নাথ রাজদানের শরীর ক্রমশ খারাপ হচ্ছে। তাই অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়ে দ্রুত সারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কপূর এবং ভট্ট পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, রণবীর কপূর এবং আলিয়া ভট্ট চলতি মাসেই অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। আলিয়ার দাদুর শরীর ক্রমশ খারাপ হচ্ছে। তিনি চান দ্রুত রণবীর-আলিয়া বিয়ে সেরে ফেলুন। তাঁর সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' তারকার সম্পর্ক অত্যন্ত মধুর। তিনি রণবীরকে খুবই ভালোবাসেন। যদিও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত বিয়ের দিন নির্ধারিত হয়নি। কিন্তু হতে পারে তাঁরা আগামী ১৭ এপ্রিল কিংবা তার আশেপাশের কোনও তারিখে বিয়ে সারবেন। 


আরও পড়ুন - Sonam Kapoor Pics: বাড়ছে লাবণ্য, সাদা শাড়ি ও মায়ের গয়নায় অপরূপা সোনম কপূর


এর আগে জানা গিয়েছিল, রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হবে। স্বল্প আয়োজনেই বিয়ে সারবেন তাঁরা। পাশাপাশি জানা যায়, এপ্রিল মাসেই কপূর পরিবারের ঐতিহ্যশালী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে দুই তারকার। বিভিন্ন সূত্রে খবর, বিয়ের স্থান ঠিক করেছেন রণবীর কপূর নিজেই। প্রসঙ্গত, রণবীর কপূরের বাবা-মা ঋষি কপূর এবং নীতু কপূরেরও বিয়ে হয় এই জায়গাতেই। যদিও রণবীর কপূর কিংবা আলিয়া ভট্টর পক্ষ থেকে এই সংক্রান্ত অফিশিয়ালি কোনও খবর জানান হয়নি।