মুম্বই:  বিচ্ছেদপর্বে ইতি টেনে ফের আবার একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিলেন ক্যাটরিনা কাইফ-রণবীর কপূর, খবর সূত্রের। তবে এবার নিজেদের সম্পর্ককে মিডিয়ার নজর থেকে দূরে রাখতেই আগ্রহী এই জুটি।

দীর্ঘদিন সম্পর্কে ছিলেন এই জুটি। লিভ-ইনও করতেন, বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু হঠাত্ই এবছরের শুরুতে সমস্ত জল্পনায় ইতি টেনে বিচ্ছেদ হয়ে যায় বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটির। শোনা যায়, সেসময় বিচ্ছেদের জন্যে ‘জগ্গা জাসুস’ ছবির শ্যুটেও মারাত্মক প্রভাব পড়েছিল। তবে আপাতত সমস্ত ঝড় কাটিয়ে হয়তো ফের একসঙ্গে ফিরতে চলেছেন এই জুটি।

সূত্রের খবর, সম্প্রতি রণবীর-ক্যাটকে বহু জায়গায় দেখা করতে দেখা গিয়েছে। কিন্তু এখনই তাঁরা এবিষয় প্রকাশ্যে কিছু বলতে রাজি নন। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাগদান পর্ব সেরে নিতে চাইছেন ক্যাট।