কুলতলি: কুলতলি থানার কৈখালি গ্রামে ধান কাটা নিয়ে তৃণমূল-এসইউসি সংঘর্ষ। মৃত এক এসইউসি সমর্থক। ঘটনায় গ্রেফতার ১২। দলীয় সমর্থকের মৃত্যুর প্রতিবাদে আজ ১২ ঘন্টার কৈখালি বনধের ডাক দিয়েছে এসইউসি।
অভিযোগ, এসইউসি সমর্থক সুভাষ দাসের জমিতে জোর করে ধান কাটতে যায় তৃণমূল সমর্থকরা। বাধা দিলে দু'পক্ষের সমর্থকদের সংঘর্ষ বাধে। আহত হন উভয়পক্ষের ৪ জন। এসইউসি সমর্থক সুভাষ দাসকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় নিয়ে আসা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
কুলতলি এলাকায় ধান কাটা নিয়ে তৃণমূল-এসইউসি সংঘর্ষ, মৃত ১, গ্রেফতার ১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2016 08:55 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -