মুম্বই : চিত্রনাট্য নিয়ে যতই বয়ে চলুক সমালোচনার বহর, তার কোনও প্রভাবই যেন পড়ছে না 'অ্যানিম্যালে'র বক্স অফিস কালেকশনে (Animal Box Office Collection)। বরং রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত সিনেমাটি অর্থলাভের খতিয়ানের খাতায় গড়তে শুরু করেছে রেকর্ড। ১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই ২৩৬ কোটি টাকা উপার্জন করা ফেলেছে বলেই দাবি নির্মাতাদের। সঙ্গে শোনা যাচ্ছে, ছবির ওটিটি রিলিজের সত্ত্ব ইতিমধ্যেই কিনে নিয়েছে নেটফ্লিক্স। কিছুদিনের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। এর মাঝেই সামনে এসেছে চমকে দেওয়া খবর। সূত্রের দাবি, অর্ধেক পারিশ্রমিকেই অভিনয় করেছেন রণবীর !


সূত্রের খবর, রণবীর কপূর অ্যানিম্যালের জন্য নিজের ৭০ কোটি পারিশ্রমিকের অর্ধেক টাকায় কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। পারিশ্রমিকের অর্ধেক নির্মাতাদের হাতে তুলে দিয়ে ছবির প্রচার ও প্রসার বাড়ানোর কথাই বলেছিলেন বলিউডের সুপারস্টার। ভূষণ কুমার ও সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিজের পারিশ্রমিকের অর্ধেক দেওয়ার পিছনে অবশ্য একটি ভিন্ন অঙ্কও ছিল বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, সিনেমার লভ্যাংশের একাংশ রণবীরকে দেওয়া হবে, অভিনেতার এমনই কথাবার্তা হয়েছিল সিনেমার নির্মাতাদের সঙ্গে। দুই নির্মাতা তাতে রাজিও হয়ে যান। প্রসঙ্গ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা সিনেমার পরিচালকও।


রণবীর ৭০ কোটি পারিশ্রমিকের অর্ধেক ও সিনেমার লভ্যাংশের ভিত্তিতে সিনেমা করেত রাজি হওয়ার ঝুঁকি সফল হওয়ারই ইঙ্গিত মিলেছে। কারণ, একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে অ্যানিম্যাল। এদিকে, রণবীর ছাড়া বাকি তারকা অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন অ্যানিম্যাল সিনেমায় অভিনয়ের জন্য ?


অ্যানিম্যালে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল (Bobby Deol)। কোনও কথা না থাকলেও চোখেের চাউনি ও শরীরি ভাষায় নজরকাড়া ববি ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলেই খবর। অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandana) অ্যানিম্যালে অভিনয়ের জন্য ৪ কোটি টাকা ও রণবীরের বাবার চরিত্রে অভিনয় করা অনিল কপূর (Anil Kapoor) ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলেই খবর।                            



আরও পড়ুন- মুক্তির ২দিনের মধ্যেই ওটিটিতে 'অ্যানিম্যাল'? রণবীরের ছবি চলে আসছে মোবাইলেই!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।