ট্রেন্ডিং

গাউন জোড়া ফুলের কাজ, ঝলমলে রূপটান.. কান-এর লাল গালিচায় অপেক্ষার অবসান ঘটালেন আলিয়া

'হেরা ফেরি ৩' থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, ফেরত দিলেন পারিশ্রমিকের টাকাও!

'হেরা ফেরি ৩'-র শ্যুটিং শুরু করেও ছবি ছাড়লেন? পরেশ রাওয়ালকে 'অপেশাদার' বলতেই এল স্পষ্ট উত্তর

ভারতে নিষিদ্ধ, ফের বলিউড ছবিতে নিজেকে দেখতে চান? সাফ জবাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা

ইনস্টাগ্রামে আনফলো, আলাদা ছুটি কাটানো... যশ-নুসরতের সম্পর্কে ভাঙনের গুঞ্জন আরও জোরাল!
'এই সিনেমা জীবন বদলে দিয়েছিল', ২৫ বছর পরে ফের বড়পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'! আবেগে ভাসলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
বাবা-মায়ের পর ক্যাটই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, স্বীকারোক্তি রণবীরের
Continues below advertisement

মুম্বই: ২০১৬-র শুরুতে রণবীর কপূর-ক্যাটরিনা কাইফের বিচ্ছেদ প্রকাশ্যে আসে। ছ বছরের সম্পর্ক ভেঙে যায় রণবীর-ক্যাটের। কথা ছিল হয়তো এই বছর বিয়ে হবে। কিন্তু হয়ে যায় বিচ্ছেদ, সঙ্গে সঙ্গে শুরু হয় না না জল্পনা। অবশেষে এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নিজের বিচ্ছেদ প্রসঙ্গে প্রথম মুখ খুললেন ঋষি পুত্র। বললেন রুপোলি দুনিয়ায় তাঁর ব্যর্থতা নিয়ে, কীভাবে তিনি সেই ব্যর্থতার সঙ্গে সমঝোতা করেন সেপ্রসঙ্গেও।
রণবীর তাঁর সাক্ষাত্কারে নিজে মুখে বলেছেন, তাঁর জীবনে ক্যাটের অবদানের কথা। রণবীরের কাছে তাঁর বাবা-মায়ের পর ক্যাটরিনাই ছিল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ক্যাটের প্রভাবও ছিল প্রচুর, স্বীকারোক্তি স্বয়ং অভিনেতার। তবে এই বিচ্ছেদের পিছনে রণবীরের দাবি বিভিন্ন গুজব, তাঁদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের না না খবর, এই সবকিছু বিশ্বাসকে তলানিকে এনে ফেলেছিল। সেখান থেকেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়, দাবি রণবীরের।
প্রসঙ্গত, ক্যাট-রণবীরের বিচ্ছেদের পর মারাত্মক ধাক্কা খায় তাঁদের ছবি ‘জগ্গা জাসুস’-এর শ্যুটিং। শোনা যায় শ্যুটিং ছাড়া তাঁরা সেসময় একটা কথাও একে অপরের সঙ্গে বলতেন না। ধাক্কা খেয়েছিল ওই ছবির শ্যুটিং শিডিউলও।
এদিকে ক্যাট দিন কয়েক আগে জানিয়েছিলেন তিনি কীভাবে জীবনের বিচ্ছেদপর্বটার সঙ্গে মানিয়ে নিয়ে ছিলেন। প্রতিদিন দীর্ঘ সময় ক্যাট জিমে কাটাতেন। তার প্রভাব দেখা গিয়েছে ক্যাটের ‘বার বার দেখো’ ছবির ট্রেলরে। স্ক্রিন ঝলসে দিয়েছে ক্যাটের শরীরী হিল্লোল। এখন অপেক্ষা পুরো ছবিটি কাঁপিয়ে দিতে পারেন কিনা লাস্যময়ী ক্যাট?
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে