মুম্বই: মুখে তাঁরা স্বীকার না করলেও রণবীর কপূর ও আলিয়া ভট্টের ঘনিষ্ঠতা কারও চোখ এড়াচ্ছে না। রণবীরের পরিবারেরও আলিয়া বেজায় পছন্দ। আলিয়াকে নিয়ে একসঙ্গে বেড়াতেও যাচ্ছেন তাঁরা। গতকাল রাতে যেমন রণবীর ডিনারে গেলেন, মা নীতু কপূর, দিদি রিদ্ধিমা কপূর সাহানি আর ভাইঝি স্যামকে নিয়ে। ছিলেন আলিয়াও, দেখা গেল, স্যামের সঙ্গে দিব্যি ভাব জমিয়ে ফেলেছেন তিনি।

স্যাম আলিয়ার হাত ধরে আগে আগে যাচ্ছিল। দুজনেরই পরনে সাদা পোশাক। পিছনে মায়ের সঙ্গে ছিলেন রণবীর।



রণবীরের দিদি রিদ্ধিমাও আলিয়াকে পছন্দ করেন। অল্পদিন আগে তাঁকে একটি হিরের ব্রেসলেট উপহার দিয়েছেন তিনি।

[embed]https://www.instagram.com/p/Bgszg6uHM9A/?utm_source=ig_embed[/embed]

জানা যাচ্ছে, প্রায় ৬ মাস রণবীর-আলিয়া ডেট করছেন। ব্রহ্মাস্ত্র ছবিতে এক সঙ্গে কাজ করছেন তাঁরা, এখান থেকেই শুরু হয়েছে সম্পর্ক। রণবীর নাকি নিউ ইয়ার ইভে আলিয়াকে প্রপোজ করেন। সে সময় শ্যুটিংয়ের জন্য বুলগেরিয়া ছিলেন তাঁরা।