নয়াদিল্লি: নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) 'রামায়ণ' (Ramayana) ছবির জন্য তৈরি হচ্ছে অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই ছবির জন্য রণবীরের ফিটনেস ট্রেনিংয়ের (Fitness Training) ভিডিও। মাথার ঘাম পায়ে ফেলে তাঁর ট্রেনিং ভিডিওয় দেখা গেল তাঁর একাগ্রতা।
রণবীর কপূরের ফিটনেস ট্রেনিং
মাইথোলজিক্যাল ড্রামা ঘরানার ছবি 'রামায়ণ'-এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কপূরকে। 'অ্যানিম্যাল' রণবীর এবার নতুন ছবির জন্যই নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করছেন। ভগবান রামচন্দ্রের চরিত্রে মানানসই হতে কসরত করছেন দিনরাত। তার জন্য তাঁকে নিজের ক্ষমতার বাইরে গিয়েও পরিশ্রম করতে দেখা গেল। শহরতলির অংশে ওয়ার্কআউট ট্রেনিংয়ের ভিডিও ভাইরাল হল। সেটি সম্ভবত পোস্ট করেছেন তাঁর ফিটনেস কোচ নিজেই। ভিডিওর একাংশের নেপথ্যে অনুরাগীরা আলিয়া ও রাহার ঝলকও দেখতে পেয়েছেন। রণবীরকে দেখা গেল হাড়ভাঙা কসরত করতে, বাইরে দৌড়তে, সাঁতার কাটতে এমনকী পাহাড়ে চড়তেও।
ভিডিও ভাইরাল হওয়ার পর, অনুরাগীদের উচ্ছ্বাস ধরে রাখা যাচ্ছে না। উত্তেজনা প্রকাশ করেছেন কমেন্ট বক্সে। এক অনুরাগী লেখেন, 'আমরা জানি আরকে এবারেও ধামাকা করবেন। আলিয়া আর রাহার ক্যামিও সবচেয়ে মিষ্টি ছিল'। আবার একজন লেখেন, 'রামায়ণ সিনেমাটি সুরক্ষিত হাতে'।
এর আগে এক সূত্রের খবর অনুযায়ী 'ইন্ডিয়া টুডে' জানায়, এই ছবির চরিত্রের জন্য রণবীর কণ্ঠ ও কথার বলার ধরণ অভ্যাস করছেন। সংবাদ মাধ্যমে সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়, 'রণবীরের নিজস্ব নির্দিষ্ট একটি ব্যারিটোন আছে এবং নিজস্ব কথা বলার ভঙ্গি আছে। এটি ইঙ্গিতপূর্ণ এবং যদি আপনি চোখ বন্ধ করেও শোনেন তাহলেও বুঝতে পারবেন সেটা রণবীরের কণ্ঠের ওপরই নির্ভর করে। 'রামায়ণ' ছবিতে নীতেশ নিশ্চিত করতে চায় যে রণবীর এযাবৎ যত চরিত্রে অভিনয় করেছেন, সবকিছুর থেকে আলাদা হোক। বহুমুখী প্রতিভাবান অভিনেতা হওয়ায় রণবীর এই নতুন কিছু চেষ্টা করা পদ্ধতি বেশ উপভোগ করছেন।'
আরও পড়ুন: Srabanti Chatterjee: 'খোলামেলা পোশাকে ছবি' পোস্ট! শ্রাবন্তীর নতুন ফটোশ্যুটে ট্রোলের বন্যা
একাধিক জল্পনা অনুযায়ী, নীতেশ তিওয়ারির এই ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে, রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে ও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।