Chaitra Navratri 2024: ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত  চৈত্র নবরাত্রি। বাংলায় বাসন্তী পুজো।  আদি দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসেই হত, যা বাসন্তী পুজো  নামে আমাদের কাছে পরিচিত। তারপর আশ্বিনের শারদোৎসবের সূচনা শ্রী রামচন্দ্রের অকালবোধনের হাত ধরে।  পঞ্জিকা বলছে  আজ, ৯ এপ্রিল রাত ১১ টা ৫০ এ ঘটস্থাপনা। আগামী  ১৭ এপ্রিল শেষ হবে। নয় দিন ধরে এই উৎসব উদযাপন হবে। এ সময় দেবীকে নয়টি রূপে পুজো করা হয়। শেষ দিনে রাম নবমী পালিত হয়। এই বছর, চৈত্র নবরাত্রিতে  একটি খুব বিরল যোগ তৈরি হচ্ছে। আর এই যোগে কয়েকটি রাশির উন্নতি, সমৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না । ৩০ বছর পর, অমৃত সিদ্ধি যোগ, শশ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং অশ্বিনী নক্ষত্রের বিরল যোগ চৈত্র নবরাত্রির সময় ঘটবে। এর ফলে মেষ, বৃষ এবং কর্কট রাশির জাতকরা সারা বছর মা দুর্গার আশীর্বাদ পাবেন।


কর্কট রাশি: 


চৈত্র নবরাত্রি কর্কট রাশির জাতকদের জন্য আনন্দ নিয়ে আসছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য প্রত্যাশা করতে পারেন। আয়ের নতুন উৎস উন্মুক্ত হবে এবং পুরনো বিনিয়োগ থেকে মুনাফা অর্জন করতে পারবেন। নতুন বিনিয়োগ করার জন্য এটি একটি আদর্শ সময়। চাকরিপ্রার্থীরা ভালো চাকরির সুযোগ পেতে পারেন। কাছের সম্পর্কের মধ্যে সম্প্রীতি বাড়বে। ব্যবসায়িক ভ্রমণ সফল হবে এবং সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।


বৃষ রাশি:


চৈত্র নবরাত্রির সময় শুভ যোগে বৃষ রাশির জাতকদের সমৃদ্ধি আসবে। এক দিন আগেই গিয়েছে সূর্যগ্রহণ। বৃষ রাশির ব্যক্তিদের জন্য উপকারী প্রমাণিত হবে। দেবী দুর্গা তাঁদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন এবং তাঁরা পূর্ণ সমর্থন এবং ভাগ্য পাবেন। তারা সম্পত্তির সাথে সম্পর্কিত সম্পদ লাভ করতে পারে। চাকরিতে অগ্রগতি প্রত্যাশিত, বসরা তাদের কাজের প্রশংসা করছেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোযোগী হবে। পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে।


মেষ রাশি:


দেবী দুর্গার কৃপায় মেষ রাশির জাতকদের জন্য কাজ ও ব্যবসায় আরও ভালো সুযোগ রয়েছে। তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। বাড়ির শুভকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। পিতা-মাতার সহায়তায় সর্বক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। স্বাচ্ছন্দ্য এবং সম্পদ বৃদ্ধি হবে। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)