মুম্বই: বলিউড অভিনেতা রণবীর কপূর এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে নিয়ে একাধিক খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে। গত বছর যখন রণবীর-মাহিরার নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে কাটানো কিছুমুহূর্তের ছবি ভাইরাল হয়, তখন থেকেই শুরু হয় জল্পনা।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়াতে থাকে, কীভাবে রণবীর ব্যস্ত শ্যুটিং শিডিউল থেকে সময় বের করে মাহিরার সঙ্গে দেখা করার জন্যে ছুটে গিয়েছেন দুবাই, লন্ডন, নিউইয়র্কে। এমনকি জন্মদিনে মাহিরার দেওয়া একই পোশাকে দেখা যায় এই প্রেমিক জুটিকে।
তবে সব লভ-স্টোরির হ্যাপি এন্ডিং হয় না। তাই নতুন বছর শুরুর আগেই ভেঙে গিয়েছে রণবীর-মাহিরার সম্পর্ক। প্রসঙ্গত, গত বছর মাহিরার রণবীরের সঙ্গে সময় কাটানোর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তিক্ততার শুরু। মাহিরা তাঁর মা বা নানির সামনে দাঁড়াতে পারেননি। ভাইরাল হওয়া ছবিতে মাহিরার পোশাক নিয়ে তাঁকে একাধিকবার লজ্জিত হতে হয়েছে তাঁর মা, দিদিমা বা বয়স্ক মহিলাদের সামনে। মাহিরা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলেও, মনে মনে আঘাত পেয়েছেন। তাঁর মতো একজন দায়িত্বশীল নারীর কাছে এটা মারাত্মক হেনস্থার। সেই সময় থেকেই ভাঙনের শুরু। তাই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাননি রণবীর-মাহিরা।
নতুন বছর শুরুর আগেই ভেঙে গিয়েছে বলিউডের এই অভিনেতার সম্পর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 12:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -