নয়াদিল্লি: বলিউডের তারকা অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। অভিনয়, সিনেমার পাশাপাশি তিনি বারবার শিরোনামে উঠে এসেছেন নানা সম্পর্কের কারণে। আপাতত তিনি আলিয়া ভট্টের (Alia Bhatt) সঙ্গে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁদের রয়েছে ফুটফুটে কন্যা সন্তান, রাহা। কিন্তু জানেন কি রণবীরের তুতো দিদি করিশ্মা কপূর (Karisma Kapoor) অন্য এক অভিনেত্রীর সঙ্গে ভাইয়ের বিয়ে দিতে চেয়েছিলেন! কে সেই অভিনেত্রী?


রণবীরের সঙ্গে কার বিয়ে দিতে চেয়েছিলেন করিশ্মা? 


রণবীর কপূরের তুতো দিদি করিশ্মা কপূর ও করিনা কপূর, এটা সকলেরই জানা। এখন রণবীরের সঙ্গে আলিয়া ভট্টের সুখে সংসার। তবে জানেন কি করিশ্মা কপূর চাইতেন তাঁর ভাইয়ের বিয়ে হোক সোনম কপূরের (Sonam Kapoor) সঙ্গে? হ্যাঁ! ঠিকই শুনছেন। অনিল কপূর ও সুনীতা কপূরের মেয়েই হোক ভাইয়ের বউ, চাইতেন তিনি। 


রণবীর কপূর ও সোনম কপূর একসঙ্গে বড়পর্দায় পা রাখেন, 'সাওয়ারিয়া' ছবির হাত ধরে। এরপর তাঁদের একসঙ্গে দেখা যায় সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'তে। কর্ণ জোহর সঞ্চালিত 'কফি উইথ কর্ণ সিজন ৫'-এর একটি পর্বে সোনম কপূর এসেছিলেন করিনা কপূর খানের সঙ্গে। সেখানে কর্ণ জোহর বলেন, রণবীর ও সোনমের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে, এবং জিজ্ঞেস করেন করিনার বৌদি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সোনমের। তখন 'আয়শা' অভিনেত্রী জানান যে করিশ্মা কপূর একবার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তাঁর সঙ্গে রণবীরের বিয়ের। যদিও তাঁদের মধ্যে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক থেকেছে।                          


আরও পড়ুন: Ankush-Oindrila: দুধে স্নান, হলভর্তি দর্শকের সামনেই মালাবদল মির্জা-মুসকানের! ভাইরাল ভিডিও


যদিও এখন এই সমস্তই অতীতের আলোচনা। রণবীরের সঙ্গে দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে প্রচুর। তবে সেই সমস্ত পিছনে ফেলে এখন সকলেই নিজের নিজের জীবনে এগিয়ে চলেছেন। রণবীর কপূর বিয়ে করেছেন আলিয়া ভট্টকে। অন্যদিকে সোনম কপূর বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে, ২০১৮ সালে। তাঁদের এক ছেলে হয়, ২০২২ সালে, বায়ু কপূর আহুজা।                                                                              


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।