কলকাতা: প্রেক্ষাগৃহে দর্শকের সামনেই নাকি মালাবদল সারলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)! নাচলেন জমিয়ে? এভাবেই কি বিয়ে সারলেন 'মির্জা' (Mirza) জুটি? সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। দুই তারকার উচ্ছ্বাসও কাড়ল নজর। কিন্তু ঠিক কী ঘটেছে? আসলে মালাবদল অঙ্কুশ-ঐন্দ্রিলার নয়, হল মির্জা ও মুসকানের!
প্রেক্ষাগৃহের সামনে দুধে স্নান, মালাবদল মির্জা ও মুসকানের
ইদের মরশুমে বাঙালি দর্শক ফিরে পেয়েছেন 'মাস কমার্শিয়াল' সিনেমা 'মির্জা'। অঙ্কুশ হাজরার প্রযোজনায় প্রথম ছবি এখন হল কাঁপাচ্ছে। দর্শকের ভূয়সী প্রশংসায় ভাসছেন অভিনেতা। প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা অবশ্যই ঐন্দ্রিলা সেন। ছবি মুক্তির পর নানা প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দর্শকদের থেকে হাতেগরম ফিডব্যাক জোগাড় করছেন তাঁরা। পাচ্ছেন প্রচুর ভালবাসাও।
তেমনই এক হলভিজিটে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলা অনুরাগীরা। দুই তারকার লুকের দুটি বড় কাটআউট দাঁড় করিয়ে তাতে পরানো হয়েছে মালা। দুধে স্নান করিয়ে জমিয়ে সাফল্য উদযাপন। অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির খলনায়ক শোয়েব কবীরও। তিনিই উদ্যোগ নিয়ে মালা পরিয়ে দেন অঙ্কুশ ও ঐন্দ্রিলার গলায়ও। 'মির্জা'র টাইটেল ট্র্যাকে তখন চলছে জমাটি সেলিব্রেশন। মজা করে ভিডিওর ক্যাপশনে লেখা হল, সিনেমা হলে দর্শকের মাঝে মির্জা ও মুসকানের মালা বদল হল। মির্জার জন্য দর্শকের উন্মাদনা কাড়ল নজর। এই পোস্টের কমেন্টেও ভালবাসায় ভরিয়েছেন দর্শক ও অনুরাগীরা।
আরও পড়ুন: Aamir Khan 'Deepfake' Video: ভোটের আবহে 'ডিপফেক' শিকার আমির খান, ভিডিওর সত্যতা জানুন
'মির্জা' উন্মাদনা তুঙ্গে
শেষ মুহূর্তে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল ছবির মুক্তির তারিখ। ১০ এপ্রিলের বদলে অবশেষে বড়পর্দায়, সাধারণ মানুষের জন্য মির্জা হাজির হয় ১১ এপ্রিল। ইদের পবিত্র চাঁদের সঙ্গে প্রেক্ষাগৃহে উঁকি দেয় মির্জা ও মুসকানের গল্প। ট্রেলার, টিজার বা গানেই ঝলক মিলেছিল, এছাড়া বারবার একাধিক প্রচারে গিয়ে অভিনেতা নিজেই জানান, যে এই ছবি হতে চলেছে 'মাস কমার্শিয়াল' যেখানে প্রেম, হিংসা, মারপিট সবকিছুরই থাকবে সঠিক মিশ্রণ। তাঁর এই চেষ্টাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ায় টলিউডের একটা বড় অংশ। তাঁর ছবির ট্রেলার একসঙ্গে মুক্তি পায় একগুচ্ছ প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে ছিল দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স', ছিল জিতের সংস্থা 'গ্রাসরুট এন্টারটেনমেন্ট'ও। আপাতত প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'মির্জা'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।