মুম্বই: বলিউডের এই সময়ের অন্যতম চর্চিত জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। যখনই তাঁদের জনসমক্ষে একসঙ্গে দেখতে পাওয়া যায়, অনুরাগীরা আবেগে ভাসেন। শুক্রবারও তার অন্যথা হল না। দুই তারকাকে এদিন দেখা যায় আদিত্য চোপড়ার (Aditya Chopra) বাড়িতে, সদ্য প্রয়াত পামেলা চোপড়ার (Pamela Chopra) প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। কিন্তু সেখানে সকলের মধ্যেও নজর কাড়লেন রণালিয়া। কেন?
আদিত্য চোপড়ার বাড়িতে নজর কাড়লেন 'রণালিয়া'
গত বৃহস্পতিবার মৃত্যু হয় যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার। গায়িকার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন আদিত্য চোপড়ার বাড়িতে হাজির হন তাবড় বলিউড তারকারা। সেখানেই ক্যামেরা বন্দি হলেন রণবীর কপূর ও আলিয়া ভট্টও।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অজস্র ভিডিওর মাঝে একটি দেখা যায় বাড়ির বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন আলিয়া ভট্ট। তাঁর ঠিক পিছনেই রয়েছেন স্বামী রণবীর। আলিয়া জুতো খুলে ভিতরে প্রবেশ করতেই পিছন থেকে স্ত্রীয়ের জুতো হাতে তুলে বাড়ির ভিতরে সাইড করে রেখে দিলেন রণবীর।
অভিনেতার নিজের স্ত্রীয়ের প্রতি এই ছোট্ট মিষ্টি ভঙ্গি মন কেড়েছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই কমেন্টের বন্যা। কেউ লিখলেন, 'ভারতের শ্রেষ্ঠ দম্পতি', তো কেউ আবার লিখলেন, 'রণবীর কী ভীষণ কিউট'। অপর একজন লেখেন, 'শ্রেষ্ঠ স্বামী'।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ এপ্রিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। রণবীরের বাসভবন 'বাস্তু'তেই বিয়ে সারেন তাঁরা। কিছুদিন আগেই দম্পতি নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। লন্ডনে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমল' ছবির শ্যুটিং করছিলেন রণবীর, তবে বিয়ের প্রথম বর্ষপূর্তি স্ত্রীয়ের সঙ্গে কাটাবেন না, তা কি হয়? তাই উড়ে আসেন মুম্বইয়ে।
বিয়ের পরই এই তারকা জুটির একসঙ্গে ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পায়, গত বছরের সেপ্টেম্বর মাসে। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির সেটেই নাকি জুটির প্রেম শুরু হয়। দর্শক খুবই ভালবেসেছেন এই ছবি।