নয়াদিল্লি: মুক্তি পেতে চলেছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানী' (Yeh Jawaani Hai Deewani) পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। ধর্ম প্রোডাকশনসের (Dharma Productions) প্রযোজনায় এই ছবিতে দেখা যাবে রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি, ডিম্পল কপাডিয়া ও মৌনি রায়কে (Ranbir Kapoor, Alia Bhatt, Amitabh Bachchan, Nagarjuna Akkineni, Dimple Kapadia and Mouni Roy)।
বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ একাধিকবার ঘোষিত হয়েছে এর আগে। এটি একটি ট্রিলজির প্রথম পর্ব। তবে করোনা অতিমারীর কারণে বারবার পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ। এখনও যদিও 'ব্রহ্মাস্ত্র' মুক্তির নতুন তারিখ ঘোষণা হয়নি।
তবে অনুরাগীদের মধ্যে উত্তেজনা জিইয়ে রেখে আজ সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবিতে দেখা গেল রণবীর কপূর আগুনের সঙ্গে খেলা করছেন।
ছবিটি পোস্ট করে একটি দীর্ঘ ক্যাপশন লেখেন পরিচালক। তিনি লেখেন, 'আজ থেকে আড়াই বছর আগে, যখন 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আর মাত্র কয়েক মাস বাকি, তখন এই ইনস্টাগ্রাম সফর শুরু করেছিলাম আমি। তারপর, ছবিটিকে নিখুঁত করতে আমাদের আরও কিছু সময় লাগে। তারপর আমি ইনস্টাগ্রাম থেকে কিছুদিন দূরে ছিলাম। তারপর, কিছুদিনের জন্য গোটা পৃথিবী থমকে যায়। এই সবকিছুর মধ্যে দিয়ে, প্রত্যেক দিন 'ব্রহ্মাস্ত্র' চলেছে। ওর প্রয়োজনীয় ভালবাসা ও একাগ্রতা দিয়ে ও বেড়ে উঠছে! ওর সময় আসার অপেক্ষা করছি ধৈর্য ধরে। সেই সময় এসে গেছে। ব্রহ্মাস্ত্র ভাগ করে নেওয়ার সময়। ব্রহ্মাস্ত্র থেকে কিছু লঞ্চ করার সময়। 'অন্য কিছু'র সময়, তবে এবার - ছবি মুক্তির ফাইনাল তারিখ।'
কিছুদিন আগে পরিচালক তাঁর ইনস্টাগ্রামে ছবির শ্যুটিংয়ের কিছু ফ্রেমবন্দি মুহূর্তও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: Athiya Shetty Update: 'আমি সবসময় তোমার পাশে আছি', ভাই অহনকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট আথিয়া শেট্টির
'ব্রহ্মাস্ত্র' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন: Celebrities Update: মলদ্বীপে যে হলিডে হোমে থাকছেন অর্জুন-মালাইকা, তার এক রাতের খরচ কত?