নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরে অভিনেতা রণবীর কপূরের বড়পর্দায় আসার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। করোনা অতিমারী আবহে শ্যুটিং বন্ধ হয়ে গেলেও ফের পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই শুরু হয়েছে শ্যুটিংও। ২০২১ সালে শ্রদ্ধা কপূরের বিপরীতে, লভ রঞ্জনের ছবির জন্য শ্যুটিং করছেন অভিনেতা। এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা একটি হাউজ পার্টির শ্যুট সেরেছেন। কিন্তু এই শ্যুটিংয়ে বিশেষ কী আছে জানেন? শোনা যাচ্ছে, ৫০০ জন ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়ে শ্যুটিং সেরেছেন তিনি, করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার পর এই প্রথম।
লভ রঞ্জনের আগামী প্রজেক্ট, যাঁর নাম এখনও ঠিক হয়নি, সেখানে দেখা যাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরকে। সেই ছবির জন্যই মাধ দ্বীপে একটি হাউজ পার্টির শ্যুট করেন তিনি। রিপোর্ট অনুযায়ী, করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার পর এই প্রথম এত বড় ক্রিউ নিয়ে কোনও শ্যুট করা হল। উপস্থিত ছিলেন প্রায় ৫০০ ব্যাকগ্রাউন্ড ডান্সার। সূত্রের খবর, গানটির কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। গানের শ্যুটিংও শেষ হয়েছে এর মধ্যেই।
কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষেই প্রেমিকা আলিয়া ভট্টকে (Alia Bhatt) নিয়ে যোধপুরে গিয়েছেন বলিউড নায়ক রণবীর কপূর (Ranbir Kapoor)। বলিউড ডিভা আলিয়া ভট্টের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নতুন কিছু নয়। নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোই উদ্দেশ্য। তাই রণবীর কপূরের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পরই কোথায় তাঁরা একান্তে রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছেন, তার ছবিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন আলিয়া ভট্ট।
প্রেমিকের জন্মদিনে রোম্যান্টিক একটি ছবির সঙ্গে অল্প কিছু শব্দে নিজের মনের কথা জানানোর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন আলিয়া ভট্ট। সমুদ্রের ধারে বসে একে অপরের কাঁধে মাথা রেখে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, 'শুভ জন্মদিন আমার জীবন'। তারই পরে নিজেদের ছুটি কাটানোর জায়গার কিছু অসাধারণ ছবিও পোস্ট করেন অভিনেত্রী।