কেরল : ভারী বৃষ্টি আর ধসে বিধ্বস্ত কেরল। সেখানকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ট্যুইট করে সেকথা জানান তিনি। কেরলে দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দ্রুত উদ্ধারকাজের ভিত্তিতে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।






 


 


প্রবল বৃষ্টির জেরে কেরলে প্লাবিত বহু এলাকা। জমা জলের কারণে বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। কোট্টায়াম, ইদুক্কির মতো এলাকার অবস্থা সব থেকে খারাপ। জলের তোড়ে তাসের ঘরের মতো জলেই ভেঙে পড়ছে বাড়ি। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী।  কয়েকটি নদীতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। সরকারি সূত্রে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে।