মুম্বই: ‘শামশেরা’র ৪৫ সেকেন্ডের টিজার মুক্তি পেয়েছে ঘণ্টাখানেক আগেই। এরমধ্যেই টিজারে রণবীর কপূরের হিমশীতল চাউনি নজর কেড়েছে সকলের। শান্ত গলায় রণবীরকে বলতে শোনা গিয়েছে ‘করম সে ডাকায়েত, ধরম সে আজাদ’। আর সেই টিজার ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

 

যশরাজ ফিল্মসের ব্যানারে সোমবার সকালেই মুক্তি পায় এই ছবির টিজার। অ্যাকশন-অ্যাডভেঞ্চার নির্ভর এই ছবিতে বেশ কিছু মার মার-কাট কাট অ্যাকশন দৃশ্য রয়েছে। করণ মালহোত্রার নির্দেশনায় এই ছবিতে যে অ্যাকশনের সঙ্গে ভরপুর বিনোদন থাকবে সেকথা বলাই বাহুল্য। এর আগে এই পরিচালকেরই ‘অগ্নিপথ’ সকলের মনে দাগ কেটেছিল। ‘বরফি’ অভিনেতা রণবীরকে এখানে একেবারে অন্য চরিত্রে দেখা যাবে। প্রসঙ্গত, তাঁকে এধরনের চরিত্রে আগে কখনও দেখা যায়নি।

এমনিতেই রাজকুমার হিরানির বায়োপিক ‘সঞ্জু’ ছবির ট্রেলর মুক্তির সঙ্গে সঙ্গে রণবীরের অভিনয় গভীর দাগ কেটেছে দর্শক মনে। মনে করা হচ্ছে, এবার আরও একটু অন্যভাবে তাঁকে দেখার সুযোগ পাবে দর্শকরা।

এতদিন অনস্ক্রিনে রণবীরকে লাভারবয় ইমেজে দেখতে অভ্যস্থ ছিলেন দর্শকরা। এই ছবির জন্যে রণবীরকে এভাবে ভেঙে গড়ার জন্যে নায়ক তাঁর পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।