মন্দিরের সিসিটিভি ফুটেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রীতির পুজো দেওয়ার ভিডিও আপলোড করে দিয়েছেন পুরোহিত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রীতি পুজো দিচ্ছেন। তাঁর সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। লোকজনকে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলছেন প্রীতি। ভিডিওতে দেখুন, কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচের আগে ইনদওরের খাজরানা মন্দিরে পুজো দিলেন প্রীতি জিন্টা
Web Desk, ABP Ananda | 07 May 2018 12:26 PM (IST)
ইনদওর: গতকাল আইপিএল-এর ম্যাচে রাজস্থান রয়্যালসকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনার লোকেশ রাহুলের ঝোড়ো ইনিংসের সুবাদে জয় পায় পঞ্জাব। রাহুল ৫৪ বলে তিনটি ছক্কা ও সাতটি বাউন্ডারির সাহায্যে ৮৪ রানে অপরাজিত থাকেন। মোহালির বদলে আইপিএল-এর দু’টি ম্যাচ ইনদওরের হোলকার স্টেডিয়ামে খেলল পঞ্জাব। গতকাল ম্যাচের আগে ইনদওরের বিখ্যাত খাজরানা মন্দিরে গিয়ে গণেশের উদ্দেশে পুজো দেন প্রীতি জিন্টা। রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানেও ইনদওরে এলেই এই মন্দিরে পুজো দেন। সেখানেই যান কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন। নিজেকে সবার কাছ থেকে আড়াল করার জন্য তিনি ওড়না দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছিলেন। কিন্তু তা সত্ত্বেও পুরোহিত এবং মন্দিরে পুজো দিতে যাওয়া লোকজন তাঁকে চিনে ফেলেন।