Dhoom 4: বহুদিন আগে থেকেই জল্পনা শোনা গিয়েছিল যে যশরাজ ফিল্মসের 'ধুম' ফ্র্যাঞ্চাইজির নতুন সিকোয়েলে আমির খান কিংবা হৃতিক রোশনের পর পর্দায় বাজিমাত করবেন রণবীর কপূর। এবার সেই জল্পনাতেই যেন সিলমোহর পড়ল। সংবাদসূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে 'ধুম ৪' (Dhoom 4) ছবির প্রি-প্রোডাকশানের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০০৪ সালে শুরু হওয়া 'ধুম' ফ্রাঞ্চাইজি এবার নয়া মোড় নিতে চলেছে। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার পর্দায় 'ধুম' মাচাতে আসবেন রণবীর কপূর (Ranbir Kapoor), অভিনয় করবেন খলনায়কের ভূমিকায়। আর রণবীরের জন্মদিনে এই বার্তা শুনতেই সমাজমাধ্যমে শুরু হল ট্রোলের বন্যা।
সঞ্জয় গড়ভীর পরিচালনায় ২০০৪ সালে জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়ার সঙ্গে এই ছবি প্রথম পর্দায় বাজিমাত করে। তারপর ২০০৬ সালে মুক্তি পায় 'ধুম ২' যেখানে হৃতিক রোশনের খলনায়কের ভূমিকায় অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিল। সবশেষে ২০১৩ সালে ফের এই ফ্রাঞ্চাইজি থেকে আমির খানকে খলনায়কের ভূমিকায় রেখে মুক্তি পায় 'ধুম ৩'। সবকটি সিকোয়েল ঘিরেই চর্চার অন্ত ছিল না। সেই চর্চাকে কয়েকগুণে বাড়িয়ে দেবেন রণবীর ?
সূত্রের খবর এই 'ধুম ৪' ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন আদিত্য চোপড়া এবং বিজয় কৃষ্ণ আচার্য। এর মধ্যে রণবীরের সঙ্গেও নাকি ছবি নিয়ে আলোচনা হয়েছে এবং অভিনেতা এই ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আদিত্য চোপড়া চাইছেন এই ফ্রাঞ্চাইজিকে এখনকার সময়ের কথা মাথায় রেখে একেবারে ঢেলে সাজাতে। ধুম ৪-এ সিনেমাটিক অভিজ্ঞতার চরম রূপ দিতে চান তিনি। রণবীর কপূরের সঙ্গে বহুদিন ধরেই কথা চলছে এই বিষয়ে এবং সম্প্রতি তিনি এই প্রস্তাবে সম্মত হয়েছেন বলেই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। আদিত্য চোপড়াও মনে করছেন 'ধুম'-এর ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার জন্য রণবীর কপূর খুবই গুরুত্বপূর্ণ বিকল্প। তবে রণবীর কপূর এই 'ধুম ৪'-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও আগের চেনা অভিনেতা-অভিনেত্রীদের মুখও দেখা যাবে এই ছবিতে। সূত্রের খবর দুইজন জনপ্রিয় তরুণ অভিনেতা পুলিশের ভূমিকায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন।
তবে সমাজমাধ্যমে রণবীরের এই ছবিতে অভিনয় নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোল। অনেকেই বলছেন যে এটি পরিচালকের বাজে সিদ্ধান্ত। এই ছবিটিও ফ্লপ হবে, লিখেছেন জনৈক নেটিজেন। আদিপুরুষ-এর পর আরেকটি 'বিগ ফ্লপ' ছবি হবে 'ধুম ৪', এমনও মন্তব্য করেন অনেকেই।
গতকালই ছিল রণবীর কপূরের জন্মদিন। শনিবার ২৮ সেপ্টেম্বর ৪২ পূর্ণ করলেন রণবীর। আর এই জন্মদিনেই সমাজমাধ্যমে ARKS নামে একটি পেজ খুলতে দেখা যায় তাঁকে। আর সেই পেজে প্রথমেই একটি ভিস্যুয়াল পোস্ট করা হয় আর তার ক্যাপশনে মজার ছলেই লেখা হয়, 'আলাপ করুন প্রতিষ্ঠাতার সঙ্গে। উনি আর সোশ্যাল মিডিয়াতে নেই।' আদপে ব্যবসায়িক দুনিয়ায় পা রাখতে চলেছেন রণবীর, এই পেজ হ্যান্ডল তারই জন্য খোলা হয়েছে। ইতিমধ্যেই এই পেজের ফলোয়ারের সংখ্যা পেরিয়েছে ৪০ হাজারের সীমা।
আরও পড়ুন: Ranbir Kapoor: জন্মদিনেই খাতা খুললেন সোশ্যাল মিডিয়ায়? ৪২-এ পৌঁছে রণবীর কপূরের বিশেষ ঘোষণা