কানপুর: চেন্নাই টেস্টে জয়ের পর ২ ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। কিন্তু কানপুর টেস্টে প্রথম দু দিনে বারবার ছন্দ নষ্ট হয়েছে খেলার। প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিনে এক বলও খেলা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়া, নাগাড়ে বৃষ্টি, ভেজা মাঠ তাল কেটেছে খেলার বারবার। তবে এরই মধ্যে এক অনন্য কাণ্ড ঘটালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক হিসেবে গত ৬০ বছরে যা কেউ করেননি, তেমনই একটি কাজ করলেন হিটম্য়ান। ছুঁলেন মনসুর আলি খান পতৌদিকে।
কানপুরের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। খেলার রেকর্ড, পরিসংখ্যান ও বিশেষজ্ঞরাও তেমনই বলে থাকেন। কিন্তু রোহিত শর্মা টস জিতে এই গ্রিন পার্কেই সবাইকে চমকে দিয়ে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ৬০ বছরে কোনও ভারত অধিনায়ক এমনটা করেননি কখনও। শেষবার ১৯৬৪ সালে প্রয়াত মনসুর আলি খান পতৌদি টস জিতে গ্রিন পার্কে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেবার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এবার ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এছাড়াও গত ৯ বছরে ঘরের মাঠে প্রথমবার টস জিতে আগে ফিল্ডিং করছে টেস্টে ভারত। এর আগে ২০১৫ সালে চিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এদিকে, কানপুর টেস্টে প্রথম দু দিনে বৃষ্টি তাল কেটেছে খেলায়। মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১০৫ রান তুলেছে এখনও পর্যন্ত। ম্য়াচের দ্বিতীয় দিন শনিবার একটি ওভারও খেলা সম্ভব হয়নি। আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশই করবে। পূর্বাভাস অনুযায়ী আজ রাতে কানপুরে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালও। সকাল ৯.৩০-টার দিকে রবিবার ৬১ শতাংশ বৃষ্টি হওয়ার কথা। তবে বেলার দিকে বৃষ্টি খানিকটা ধরতে পারে। ১২.৩০টার দিকে আবহাওয়ার খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় মাত্র ২৪ শতাংশই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব আনন্দদায়ক কোনও খবর কিন্তু নেই। তৃতীয় সেশনের সময় অর্থাৎ ২.৩০ টার দিকে ফের একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিনে রবিবার খেলা পুরো ভেস্তে যাবে, এমনটা হয়ত হবে না।