মুম্বই: 'রামায়ণ'-র জন্য ফের ফোকাসে রণবীর কাপুর (Ranbir Kapoor)। নীতিশ তিওয়ারির ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। যদিও এই ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, এই ছবির জন্য অ্যালকোহল এবং মাংস খাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রণবীরের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীকে। (Sai Pallavi) ছবিতে সীতার চরিত্রে অভিনয় করবেন তিনি।


আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুট্যিং শুরু


জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুট্যিং শুরু করবেন রণবীর কাপুর। (Ramayana) ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করবেন রণবীর এবং সাই। ছবির প্রথম অংশে বেশি ফোকাস করা হবে রাম এবং সীতাকে। আগামী বছরের অগাস্টে ছবির শ্যুটিং শেষ হওয়ার কথা হয়েছে। ছবিতে ভিএফএক্সের কিছু অসাধারণ কাজ দেখতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই ছবিতে রণবীরের পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানা, ববি দেওল, অনিল কাপুরকে। 


ব্যক্তিগত জীবনেও বদল আনা সহজ কথা নয়


 রণবীর কাপুরের প্রায় প্রতিটা ছবিতেই এক্সপ্রেশন এবং অভিনয়ের দক্ষতা খুঁজে পাওয়া যায়। সেটা ওয়েকআপ সিড থেকে তামাশা কিংবা বরফির মতো ছবি দেখলে সেটা ভাল ভাবেই ঠাহর করা যায়। তবে হ্যাঁ অয়ন মুখোপাধ্যায়, ইমতিয়াজ আলি, কিংবা অনুরাগ বসু এদের মতো পরিচারকের পরিচালনায় কাজ করলে তা অন্য মাত্রা পায়। তবে অভিনয়ের জন্য ব্যক্তিগত জীবনেও বদল আনা চারটিখানি কথা নয়। সেই সাধনায় ব্রত এবার খোদ রণবীর কাপুরও।


এমন উদাহরণ ভুরিভুরি


সঞ্জয় দত্তকে নিয়ে বায়োপিকেও তিনি, কম সাধনা করেননি। তবে খাওয়াদাওয়ায় অভ্যাস পরিবর্তন একটা বড় প্রভাব ফেলবে। এমনটা সাধারণত বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খানের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তবে শুধুই বলিউড নয়, বাংলা ছবির ক্ষেত্রেও কিন্তু এমন উদাহরণ রয়েছে। যদিও একটু পিছনে ফিরে তাঁকানো যায়, তাহলে তার উদাহরণ গৌতম ঘোষের মনেষ মানুষ ছবির ক্ষেত্রেই পাওয়া যাবে।



আরও পড়ুন, আচমকাই অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল


প্রসঙ্গত, গৌতম ঘোষের মনের মানুষ ছবির জন্যও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্রেমে লালনের অনুভূতি নিতে বেশ অনেকটাই সাধনা করেছিলেন। পাটি পেতে মাটিতে বসা, কাঠের খড়ম পরে জীবনধারণ করার মতো কঠিন প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। তবে অনেকক্ষেত্রেই এমন ছবির জন্য আলাদা করে ওয়ার্কশপও করানো হয়।