অর্ণব মুখোপাধ্য়ায়, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : রবিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ফিরহাদ হাকিমের ( Firhad Hakim ) বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ( CBI ) । কিন্তু, তল্লাশি চলাকালীন তৃণমূলের কোনও বড় নেতা, সরাসরি এনিয়ে কোনও মন্তব্য় করেননি। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি তৃণমূল ফিরহাদ হাকিমের পাশে নেই? রবিবার এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মুখে শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ( Mamata Banerjee ) নাম শোনা গেলেও, সোমবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ( Abhishek Banerjee ) মঞ্চে যান তিনি।
আড়াই বছর পর ফিরহাদ হাকিমের বাড়িতে হানা
নারদ-মামলায়, ২০২১ সালে বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। যার পর নিজাম প্য়ালেসে পৌঁছে গেছিলেন স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়! পরে নবান্ন থেকে ফেরার পথে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। প্রায় আড়াই বছর পর পুর-নিয়োগ দুর্নীতির মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই।
ববি হাকিমের পাশে নেই তৃণমূল?
কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালায় তারা। সবটাই ঘটল এমন একটা সময়ে, যখন রাজভবনের সামনে ধর্না দিচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে তখন উপস্থিত তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রী। কিন্তু, কটাক্ষের সুরে বিরোধীদের প্রশ্ন, রবিবার সকাল থেকে ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীন কেন তৃণমূলের কোনও বড় নেতাকে, সরাসরি ববি হাকিমের পাশে দাঁড়িয়ে, সিবিআইকে আক্রমণ করতে দেখা গেল না? বিরোধীদের প্রশ্ন তাহলে কি ববি হাকিমের পাশে নেই তৃণমূল? যদিও তা নিয়ে ফিরহাদের বক্তব্য, ' সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার দল, আমার দল। আমার নেত্রীর নাম মমতা বন্দ্য়োপাধ্য়ায় ' তাই কি তল্লাশি চলাকালীন কৌশলী নীরবতা?
তল্লাশি শেষ হয়ে যাওয়ার পর রবিবার রাতে ধর্না মঞ্চে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে একবার শোনা যায় পুরমন্ত্রীর নাম। এরইমধ্য়ে সিবিআই হানার পর সাংবাদিক বৈঠকে, ইঙ্গিতপূর্ণভাবে ফিরহাদ হাকিমের মুখেও শোনা যায় শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম!
সোমবার অবশ্য় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্নামঞ্চে যান পুরমন্ত্রী। রাজভবনের বৈঠকেও সঙ্গে ছিলেন তিনি। এদিন মেয়র বলেন, ' অভিষেক রাত্রে বলেছে ববিদা আসতে পারল না পরে আসবে ধরনা মঞ্চে। আমাদের মধ্যে কোন বিভেদ করা যাবে না তৃণমূল এক এবং তাদের মাথায় মমতা ব্যানার্জি । নিশ্চয়ই মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে অভিষেকের সঙ্গে কথা হয়েছে সবার সাথে কথা হয়েছে।'
তবে এ সবটাই সিবিআই-এর অভিযান শেষ হয়ে যাওয়ার পর।