রণবীর তো এখন বলিউডের বিরাট তারকা: অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2016 12:50 PM (IST)
মুম্বই: টু্ইটারে স্নেহপ্রবণ অমিতাভ বচ্চন। ছোট্ট বেলার রণবীর কাপূরের কথা বলতে গিয়ে স্নেহ ঝরে পড়েছে বিগ বি-র গলায়। তিনি বলেছেন, সেদিনের সেই ছোট্ট রণবীর তো এখন বলিউডের বিরাট তারকা। তাঁর ‘আজুবা’ সিনেমা সম্পর্কে টুইটারে লিখতে গিয়ে ‘তামাশা’-র অভিনেতার নাম উল্লেখ করেছেন অমিতাভ। ‘আজুবা’ সিনেমায় রণবীরের বাবা ঋষি কাপূর ছিলেন অমিতাভের সহ অভিনেতা। বলিউডের মহাতারকা লিখেছেন, ‘আজুবা’র একটা ছবিতে আপনারা রণবীর কাপূরকে দেখেছেন...!! কী সুন্দর... ২৫ বছর পর, সে বিরাট তারকা! ঋষির সঙ্গে একাধিক সিনেমায় দেখা গিয়েছে অমিতাভকে। যদিও রণবীরের সঙ্গে একটা সিনেমাতেই বিগ বি-কে দেখা গেছে। তাঁর ‘ভূতনাথ রিটার্নস’ সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল ৩৩ বছরের রণবীরকে। অমিতাভ বর্তমানে সুজিত সরকারের আগামী থ্রিলার ‘পিঙ্ক’-এর জন্য শ্যুটিং করছেন। এই সিনেমা তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।