৩০০ কোটির ক্লাবে ঢুকল রণবীর কপূরের সঞ্জু
ABP Ananda, Web Desk | 15 Jul 2018 04:03 PM (IST)
মুম্বই: বক্স অফিসে এখনও চলছে সঞ্জু ঝড়। ছবিমুক্তির পর ১৬ দিন কেটে গেলেও এখনও হাউসফুল চলছে ছবিটি। আর এই ১৬ দিনেই সঞ্জু রোজগার করেছে ৩০০ কোটি টাকা। এর ফলে সবথেকে বেশি রোজগার করা বলিউড ছবির তালিকায় ৭ নম্বরে উঠে এসেছে সঞ্জয় দত্তের এই বায়োপিক। খুব শিগগিরই দীপিকা পাড়ুকোনের পদ্মাবত-কে পিছনে ফেলতে চলেছে ছবিটি। সব থেকে বেশি রোজগার করা হিন্দি ছবির তালিকার প্রথম নামটি হল আমির খানের দঙ্গল। ৩৮৭.৩৭ কোটি টাকা রোজগার করে ছবিটি। দুয়ে আমিরেরই পিকে, তার রোজগার ৩৪০.৮০ কোটি, তিন নম্বরে সলমন খানের টাইগার জিন্দা হ্যায়, ৩৩৯.২৫ কোটি টাকার ব্যবসা করে। চারে রয়েছে বজরঙ্গি ভাইজান, পাঁচে পদ্মাবত ও ছয়ে সঞ্জু। সলমনের সুলতান-কে পিছনে ফেলে দিয়েছে ছবিটি। মাত্র ১৬ দিনেই সঞ্জু যা ব্যবসা করেছে, তাতে আরও অনেক রেকর্ড তা ভেঙে ফেলতে পারে।