মুম্বই: করিনা কপূরের ছেলে হয়েছে বলে রটা গুজব ফের উড়িয়ে দিলেন রণধীর কপূর। এক সংবাদপত্রকে রণধীর বলেছেন, এখনও তাঁর মেয়ের বাচ্চা হয়নি। বৃহস্পতিবার রাতেও তাঁর বাড়িতে নৈশভোজ সেরেছেন করিনা। সন্তান জন্মের এখনও দিনদশেক বাকি। দিব্যি সুস্থ আছেন বেবো।
কিছুদিন আগেও খবর রটে, করিনার সন্তান হবে ছেলে। সেই গুজব অস্বীকার করে কপূর পরিবার। এক সাক্ষাৎকারে রণধীর জানান, ২০ তারিখ মা হতে চলেছেন করিনা।
মেয়ে করিনার পুত্রসন্তানের জন্ম দেওয়ার গুজব ফের ওড়ালেন রণধীর
ABP Ananda, Web Desk
Updated at:
16 Dec 2016 03:45 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -