মুম্বই: আগামী মাসে মুক্তি পাবে ‘কাবিল’। ছবির প্রমোশন সংক্রান্ত শত ব্যস্ততার ফাঁকেও দুই ছেলেকে সময় দিতে বিন্দুমাত্র ত্রুটি করছেন হৃতিক রোশন। প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে এই উপলক্ষ্যে দেখা হয়ে গেল তাঁর।



বেশ কিছুদিন হল হৃতিক-সুজানের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু দুই সন্তানের প্রতি দায়িত্ব পালনে কোনও ঢিলে দেননি তাঁরা।



বৃহস্পতিবার তাঁদের দেখা গেল মুম্বইতে, এক রেস্তোঁরার সামনে, দুই ছেলে রেহান ও হৃধানের সঙ্গে।





এক গাড়িতেও উঠতে দেখা গেল তাঁদের। যদিও পাশাপাশি বসলেন না দুই ‘প্রাক্তন’।

দেখুন সেই ভিডিও