কলকাতা: টলিউডের নতুন ছবি মুক্তিতে বলিউড থেকে শুভেচ্ছা আসা এই নতুন নয়। ফের একবার, বাংলা ছবি মুক্তির আগে শুভেচ্ছা এল আরব সাগরের তীর থেকে। বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee)-র নতুন ছবি মুক্তি পাবে আগামী ১৯ তারিখ। আর সেই ছবি মুক্তির আগেই বিক্রম চট্টোপাধ্যায় আর তাঁর ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানালেন আর মাধবন (Ranganathan Madhavan)।
কেন আর মাধবন? কারণ, শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন ছবি সূর্য (Surya) আসলে দক্ষিণী ছবি 'মারা'-র বাংলা ভার্সন। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন। সুপারহিট হয়েছিল 'মারা'। আর সেই ছবিই বাংলায় তৈরি হয়েছে শুনে উচ্ছ্বসিত মাধবন। এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে মাধবন বলছেন, 'মারা ছবিটা আমার ভীষণ কাছের। ওই ছবির চরিত্রটার সঙ্গে আমি নিজেকে খুব মেলাতে পারি। মারা আমার কেরিয়ারের অন্যতম প্রিয় একটা ছবি। এই ছবিটা বাংলায় তৈরি হচ্ছে শুনে আমি উচ্ছ্বসিত। আশা করছি, সবার এই ছবিটা ভাল লাগবে। বিক্রম চট্টোপাধ্যায় ও শিলাদিত্য মৌলিক আর তাঁর গোটা টিমকে অনেক শুভেচ্ছা এই ছবিটাকে বাংলায় নিয়ে আসার জন্য।'
আগামী ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে সূর্য। এই ছবিতে বিক্রম ছাড়াও অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দর্শনা বণিক (Darshana Banik)। ঊমার চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকার ও দিয়ার চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। চোখে না দেখেও এক প্রেমে পড়ার গল্প, মানুষের পাশে থাকার গল্পই বলবে নতুন ছবি 'সূর্য'। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে মধুমিতা ও বিক্রমকে। দর্শনার চরিত্রে রয়েছে চমক।
এর আগে, বিক্রম 'পারিয়া' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন। সেই সময়ে বিক্রমের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন ববি দেওল (Bobby Deol)। পারিয়া দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। 'পারিয়া' ছবিটিতে প্রশংসিত হয়েছিল বিক্রমের অভিনয় ও পথকুকুরদের নিয়ে তৈরি ছবির বিষয়বস্তু। তথাগতের পরিচালিত দ্বিতীয় ছবি ছিল এটি।
আরও পড়ুন: Shovan-Sohini Marriage: শোভন-সোহিনীর মধুচন্দ্রিমা গোয়ায়, আমেরিকা থেকে বিয়ের শপিং সারলেন অভিনেত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।