২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রেঙ্গুন’। ‘রেঙ্গুন’-এর ‘ব্লাডি হেল’ গানে আগুনে কঙ্গনা
ABP Ananda, Web Desk | 12 Jan 2017 11:45 AM (IST)
মুম্বই: শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘কাট্টি বাট্টি’-তে। এবার ৪০-এর দশকের স্ক্রিন ঝলসানো নায়িকা জুলিয়ার বেশে কঙ্গনা রানাওয়াত। বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এর ‘ব্লাডি হেল’ গানে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ইংরেজ সেনা অফিসারদের সামনে কঙ্গনার নাচ এক ঝটকায় দর্শকদের নিয়ে যাবে স্বাধীনতা পূর্ব ভারতের সদ্য ভূমিষ্ঠ টকিজের যুগে, যখন চাবুক হাতে, ঘোড়ার পিঠে চেপে পর্দায় আসতেন ‘ফিয়ারলেস’ নায়িকার দল। দেখুন সেই গানটি