ভিলাই: ছত্তিশগঢ়ের ভিলাইয়ে গতকাল যোগগুরু বাবা রামদেব ক্রিকেটার হরভজন সিংহের মুখোমুখি হলেন। ভিলাইয়ে এক ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল দুজনকে। সেইসঙ্গে দর্শকরা দেখলেন এক আকর্ষণীয় লড়াই। রামদেব ও ভাজ্জি পাঞ্জা লড়লেন। লড়াই অমীমাংসিত ভাবে শেষ হল। কিন্তু এরপরই ভাজ্জিকে পাঁজাকোলা করে শূন্যে তুলে ফেললেন রামদেব।


অনুষ্ঠানে ভাজ্জি রামদেবের ভূয়সী প্রশংসা করেছেন। বিশ্বের কাছে ভারতের যোগকে পৌঁছে দেওয়ার জন্য রামদেবের তারিফ করেন ভাজ্জি।