মুম্বই: গত রবিবার মুম্বইতে আয়োজন করা হয়েছিল উমাঙ্গ ২০২০। এবারের অনুষ্ঠানে মুম্বই পুলিশকর্মীদের সম্মানিত করা হয়। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানে বিনোদন ও গ্ল্যামারের ছটা দেখা গিয়েছে। বলিউড অনেক তারকাই তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। একইসঙ্গে অন্যান্য তারকারাও তাঁদের উপস্থিতি দিয়ে অনুষ্ঠানের জাঁকজমক বাড়িয়েছেন। শাহরুখ খান, সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, হৃত্বিক রোশন, ভূমি পেডনেকর, সারা আলি খান, অনন্যা পান্ডে, কার্তিক আরিয়ান সহ আরও অনেক তারকা যোগ দিয়েছিলেন উমাঙ্গ ২০২০-তে।
ক্যাটরিনা, মাধুরী, জাহ্নবী কপূরের মতো সেলেবরা তাঁদের ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে নজর কেড়েছেন। আবার অনেক তারকাই দর্শক বা ফ্যাশন নজরদারদের আকর্ষণ করতে পারেননি। এমন তারকাদের মধ্যে রয়েছেন রানী মুখার্জী। 'মর্দানি' অভিনেত্রীর পরনে ছিল শিম্মারি ব্লেজার ও শিম্মারি প্যান্ট, সঙ্গে কালো শার্ট। এক ইউজার অনুষ্ঠানে তোলা রানির ছবি  সোশাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন'।



আর এর পরই সোশাল মিডিয়ায় রানিকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। 'বাপ্পি লাহিড়ি ২.০' থেকে শুরু করে 'পোশাক বিপর্যয়', 'স্টাইলিস্টকে বরখাস্ত করুন', 'নতুন স্টাইলিস্ট নিয়োগ করুন', 'মাইকেল জ্যাকসন', 'কী পোশাক রে বাবা'-এর মতো মন্তব্য করা হয় ওই ছবি সম্পর্কে।
পেশার দিক থেকে রানি তাঁর প্রত্যেকটি কামব্যাক সিনেমায় পারফরম্যান্সের গ্রাফ নতুন নতুন উচ্চতায় নিয়ে চলেছেন। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত রানির সিনেমা মর্দানি ২ বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এর আগে ২০১৮-তে মুক্তি পেয়েছিল তাঁর হিচকি সিনেমা, ২০১৪-তে মর্দানি।