ব্লুমফনটেন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে জাপানকে দুরমুশ করল ভারতীয় দল। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ২২.৫ ওভারে ৪১ রানে অলআউট হয়ে যায় জাপান। কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান এসেছে অতিরিক্ত। ভারতের হয়ে আট ওভার বল করে মাত্র পাঁচ রান দিয়ে চার উইকেট নেন রবি বিষ্ণোই। তিন উইকেট নেন কার্কিত ত্যাগী। আকাশ সিংহ দু’টি ও বিদ্যাধর পাতিল একটি উইকেট নেন।


স্বল্প রান তাড়া করতে নেমে মাত্র ৪.৫ ওভারেই জয় পেয়ে যায় ভারত। যশস্বী জয়সোয়াল ২৯ ও কুমার কুশাগ্র ১৩ রানে অপরাজিত থাকেন। ভারতের পরের ম্যাচ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে।