মুম্বই: রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) অনুরাগীদের জন্য সুখবর। ২০২২ সালে মুক্তি পেতে চলেছে রানি মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' (Mrs Chatterjee VS Norway)। ২০২২ সালের ২০ মে মুক্তি পাবে এই ছবি।


অসীমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' ছবিটি একজন মায়ের গল্প বলবে। গোটা দেশের বিরুদ্ধে একজন মায়ের লড়াইয়ের গল্প বলবে এই ছবি। মণিশা আডবাণী, মধু ভোজবাণী ও নিখিল আডবাণীর সংস্থা 'এমে এন্টারটেনমেন্ট' ও 'জি স্টুডিওস' যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবিটি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের অফিসিয়াল হ্যান্ডল থেকে ছবি মুক্তির তারিখ ঘোষণা করে 'এমে এন্টারটেনমেন্ট'। 


 






বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' ছবিটির বেশিরভাগ অংশ শ্যুট করা হয়েছে এস্টোনিয়ায়। এছাড়া ভারতের কিছু অঞ্চলে চলেছে ছবির বাকি অংশের শ্য়ুটিং।


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় ও সেফ আলি খান অভিনীত 'বান্টি অউর বাবলি ২'। ছবিতে অপর দুই মুখ্য চরিত্রে ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী।


আরও পড়ুন: 3 Years of Kedarnath: 'তোমাকে সবসময় মনে পড়ে সুশান্ত', 'কেদারনাথ' ছবির তিন বছরে আবেগঘন সারা আলি খান