কলকাতা:  আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। চারিদিকে সব প্রার্থীরাই তাঁদের প্রচারে নেমে পড়েছেন পুরোদমে। এবার ''খেলা হবে'' স্লোগান নিয়েই এবার পুরভোটের প্রচারে নেমে পড়লেন পরেশ পাল। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি।  প্রচারে বেরিয়ে কাঁকুড়গাছি অঞ্চলে ফুটবলও খেলেন তিনি। 


এদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। নেতা ধরলেই টিকিট মিলবে না। পারফরম্যান্সই শেষ কথা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। ভাইরাল ভিডিওয় তাঁর সাফ কথা ভোটে বলপ্রয়োগ করা যাবে না। তৃণমূল নাটক করছে, খোঁচা বিজেপির।


সামনেই পুরভোট। তার আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক স্পষ্ট করে দিলেন, প্রার্থী হওয়ার জন্য নেতা ধরা যাবে না। পারফরম্যান্সই সব। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওয়, নারায়ণ গোস্বামীর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে জেলা রাজনীতিতে।


ঠিক কী বলেছেন তিনি? 



অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "আমার হাতে সিগারেটের প্যাকেট গুঁজে দিলে তৃণমূলের প্রার্থী হওয়া যাবে না। তৃণমূলের প্রার্থী হতে গেল একটাই কাজ, আপনার ওয়ার্ডের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা।" পুরভোটে গা জোয়ারি করলে দল থেকে বহিষ্কার করা হবে, সম্প্রতি দলীয় প্রার্থীদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুরে, ভোট নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন ওই বিধায়ক বলেন, "কোথাও বলপ্রয়োগ করা যাবে না। মানুষের ভোটে জিততে হবে। কোথাও অশান্তি করা যাবে না। বাধাপ্রাপ্ত করা যাবে না। মানুষের ভোট মানুষকে দিতে হবে।" 

এদিকে ভিডিওর সত্যতা স্বীকার করে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, সুপারিশে প্রার্থী করা হবে না।তিনি বলেন, "ওয়ার্ড ধরে ধরে সমীক্ষা হচ্ছে বর্তমান কাউন্সিলরের পারফরম্যান্স কী? স্বচ্ছ ও অবাধ ভোট করা তৃণমূলের কমিটমেন্ট।"