কলকাতা: এইমুহূর্তে দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে রানি মুখোপাধ্য়ায়ের ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। ইতিমধ্য়েই দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে এই ছবি। আর এবার জানা যাচ্ছে যে, ‘OTT কন্টেন্ট’ নিয়ে প্রকাশ্য়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'সাথিয়া' অভিনেত্রী বলেন, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুক্তির আগে আমি একটু চিন্তিতই ছিলাম। অনেকেই ওয়েব প্ল্য়াটফর্মের কাজগুলির সঙ্গে এর তুলনা করছিলেন। কিন্তু আমার বিশ্বাস ছিল ভাল সিনেমার প্রতি দর্শক সবসমই আগ্রহী হবেন। দর্শকের ভালবাসাই আমার এই বিশ্বাসকে আরও মজবুত করেছে। ছবি মুক্তি আগে আমি শুধু প্রার্থনা করেছিলাম দর্শক যেন হলে এসে ছবিটি উপভোগ করেন।'
রানি মুখোপাধ্য়ায় আরও বলেন, 'ইদানীং অনেকের মুখেই শুনছি OTT কন্টেন্ট'। যে কোনও ছবির ক্ষেত্রেই এটি অত্য়ন্ত উদ্বেগজনক বিষয়। ছবিকে ভালভাবে উপভোগ করতে চাইলে অবশ্য়ই প্রেক্ষাগৃহে আসুন।'
প্রসঙ্গত, নরওয়েতে নজির গড়েছে রানি মুখোপাধ্যায়ের নতুন ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এর আগে. নরওয়েতে শাহরুখ খানের 'রইজ' পেয়েছিল ৪.৭ হাজার দর্শক দখল ও সলমন খানের 'সুলতান' পেয়েছিল ৪.৪ হাজার দর্শক দখল। দুটোই ছিল ৫ দিনব্যাপী উইকেন্ডের হিসেবে। তবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছাপিয়ে গেছে সেই সকল রেকর্ড। এমনকী সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট 'পাঠান'-এর রেকর্ড ছাপিয়েছে রানির ছবি। ৫ দিনব্যাপী উইকেন্ডে 'পাঠান' পেয়েছিল ৪.১ হাজার দর্শক দখল।
আরও পড়ুন...
এই ছবির গল্প এক মায়ের লড়াইয়ের। এক অভিবাসী মায়ের তার সন্তানদের হেফাজত পেতে একটি জাতির বিরুদ্ধে লড়াইয়ের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। রানি মুখোপাধ্যায় দক্ষতার সঙ্গে সেই চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি তাঁর হৃদয়গ্রাহী কাহিনি এবং দুর্দান্ত বর্ণনার জন্য বিশ্বজুড়ে প্রচুর ভালবাসা পেয়েছে।
এই ছবির সাফল্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়ে আমি সত্যিই খুশি কারণ তাঁদের বিপুল পরিমাণে ভালবাসা ছবিটিকে উপহার দিচ্ছেন তাঁরা। তাঁদের যথেষ্ট ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। আমি সর্বদা বিশ্বাস করেছি ভাল ছবি অবশ্যই দর্শককে নাড়া দেবে এবং তাঁরা বাড়ি থেকে বেরিয়ে প্রেক্ষাগৃহে এসে তা প্রত্যক্ষ করবেন।'
অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, এই ছবি ভারতের বাজারেও স্থিতিশীল ব্যবসা করে চলেছে।