মুম্বই: মারা গেলেন চলচ্চিত্রকার রাম মুখোপাধ্যায়, বয়স হয়েছিল ৮৪। তিনি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বাবা। আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জানা গিয়েছে, রক্তচাপ আচমকা অত্যন্ত কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর পাঁচটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
হাম হিন্দুস্থানি ও লিডারের মত হিন্দি ছবি পরিচালনা করা রাম মুখোপাধ্যায় বেশ কয়েকটি বাংলা ছবিও পরিচালনা করেছেন। রানির প্রথম ছবিও তাঁর পরিচালনায়, বাংলা ছবি বিয়ের ফুল। এছাড়া রক্তলেখা, রক্তনদীর ধারা, তোমার রক্তে আমার সোহাগের মত কয়েকটি ছবি পরিচালনা করেন তিনি।
আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
মারা গেলেন রানি মুখোপাধ্যায়ের বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2017 02:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -