কলকাতা: সফরের একগুচ্ছ ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee)-র সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সেই সফরেরই একগুচ্ছ ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন। অন্যদিকে, আজ জন্মদিন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের। অনুরাগী থেকে শুরু করে পাপারাৎজিদের সঙ্গে কেক কাটলেন নায়িকা। টলিউড থেকে বলিউড.. সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন অভিনেতা অভিনেত্রীর পোস্ট? দেখে নিন এক নজরে.. 


কখনও বরফ, কখনও সবুজ পাহাড়... সৌম্য-সন্দীপ্তার বিদেশ সফরের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া


তাঁদের কাজের ব্যস্ততা রয়েছে বটে, কিন্তু সেই সঙ্গে রয়েছে পায়ের তলায় সর্ষে। ঘুরতে ভালবাসেন দুজনেই। সদ্য বিদেশ সফরে গিয়েছিলেন টলিউডের এই জুটি। আর সেই সফরের একগুচ্ছ ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee)-র সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সেই সফরেরই একগুচ্ছ ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন। সেখানে যেমন দেখা গেল সদ্যবিবাহিত জুটির রসায়ন, তেমনই ধরা দিল নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। তার এক এক জায়গায়, এক এক রকম সৌন্দর্য্য ধরা দিয়েছে। কোথাও, সাদা ধবধবে বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সৌম্য-সন্দীপ্তা। তাঁদের পরণে শীতপোশাক। কোথাও আবার পিসার হেলানো মিনারের সামনে ঘোড়ার গাড়িতে, কখনও আবার বোটে সময় কাটাচ্ছেন তাঁরা। সন্দীপ্তা এই সমস্ত ছবি শেয়ার করে কেবল একটা কথাই লিখেছেন, 'দামি'। 


 






পাপারাৎজি, অনুরাগীদের সঙ্গে কাটলেন কেক, ৪৩-এ পা রানির


আজ ৪৩-এ পা দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)। সাদা পোশাকে আজ পাপারাৎজি, অনুরাগীদের সামনে হাজির হলেন 'বার্থডে গার্ল'। চকোলেট কেকে ছুরি বসালেন, তুলেও দিলেন সবার মুখে। কেকের ওপর লেখা, 'হ্যাপি বার্থডে রানি'। যশরাজ ফিল্মের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে রানির জন্মদিন উদযাপনের ভিডিও। তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল 'বিয়ের ফুল'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি। 


 






আরও পড়ুন: Chiranjeet Exclusive: 'বেদের মেয়ে জোৎস্না' সুপারহিট, কিন্তু আমায় বলা হল জঘন্য অভিনেতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।