কলকাতা: একটা সময় রুপোলি পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। সেই রেশ মানুষের মনে এখনও তরতাজা। তাঁকে সামনে থেকে দেখলে আবেগে মানুষ কেঁদে ফেলে, এই নজিরও কিছু কম নেই। সময় পেরোলেও তাঁর গুনমুগ্ধ দর্শকের সংখ্যা কমেনি। তাঁকে নিয়ে প্রত্যাশাও রয়েছে অনুরাগীদের মনে। তবে এখনও ছবি পছন্দ করার ব্যাপারে একই রকম নীতি মেনে চলেন অভিনেতা। ছবির একাল সেকাল দেখেছেন তিনি, রুপোলি পর্দায় বিনোদনের ধারা বদলেছে তাঁর চোখের সামনেই। সেই বদলকে অভিজ্ঞ চোখে কীভাবে বিচার করেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। এবিপি লাইভকে (ABP Live) সিনেদুনিয়ার একাল সেকালের অনুভূতি বললেন অভিনেতা। 


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি লাভ ম্যারেজ (Love Marriage)। এখনও পর্যন্ত ছবি পছন্দ করার ক্ষেত্রে কী কোনও বিশেষ নীতি মেনে চলেন অভিনেতা? রঞ্জিত মল্লিক বলছেন, 'ছবির চিত্রনাট্য বিশ্বাসযোগ্য না হলে আমি সাধারণত তেমন ছবিতে অভিনয় করি না। পূর্বে হয়তো কখনও কোনও পরিচালকের সঙ্গে ভাল সম্পর্কের জন্য কোনও কোনও ছবির অনুরোধ ফেলতে পারিনি বটে, তবে তা সংখ্যায় খুবই কম। বর্তমানে যে কোনও পরিচালকই হোন না কেন, চিত্রনাট্য পছন্দ না হলে সেই ছবি আমি নাকচ করবই। আর হ্যাঁ, ছবি করার আগে আরও একটা জিনিস দেখি আমি। ছবির চিত্রনাট্যে যেন শালীনতা, ভব্যতা বজায় থাকে। খোলামেলা, সাহসী চিত্রনাট্য আমি সাধারণত এড়িয়ে চলি। সংলাপ যদি অশ্রাব্য হয়, সেই ছবি আমি করব না। আমি চাই, আমার ছবি পরিবারের সবাই বসে দেখুন। বাবার সঙ্গে ছেলে বসে সিনেমাটা দেখতে অস্বস্তিবোধ করবে, এমন ছবি কখনোই করব না।'


প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে রঞ্জিত মল্লিকের আরও তিনটি ছবি। নিহাল দত্তর 'অপরাজেয়' বলে একটি ছবি মুক্তি পাবে সামনেই। রঞ্জিত মল্লিক বলছেন, 'এই ছবিটা পছন্দ হয়েছিল কারণ চিত্রনাট্যটা ভীষণ বাস্তব সম্মত। আমার চরিত্রটা একজন সৎ আইনজীবীর। সে জীবনে নিজের কিছু নীতি নিয়ে বাঁচে। ছবিটারও একটা পরিচ্ছন্ন গল্প রয়েছে। বিশ্বাসযোগ্য ছবি ছাড়া আমি অভিনয় করি না আর।' অন্য আরও একটি ছবি সামনেই মুক্তি পাবে অভিনেতার। হরনাথ চক্রবর্তী পরিচালিত 'তারকার মৃত্যু'। রঞ্জিত মল্লিক বলছেন, 'আমার ৫০-৫২ বছরের কেরিয়ারে এই প্রথম আমি একটা সাসপেন্স থ্রিলারে অভিনয় করলাম। এমন চরিত্র আমার কাছে ভীষণ নতুন। ছবিটা নিয়ে আমার প্রত্যাশা রয়েছে। আরও একটি ছবি মুক্তি পাবে সামনেই, নাম, লক্ষ্মী দারোগা।'


মানুষের মানসিকতা, চাহিদাকে মাথায় রেখেই বদলেছে রুপোলি পর্দায় গল্প বলার ধরণ। তবে এখনও নির্মল আনন্দ, আর পরিচ্ছন্ন চিত্রনাট্যের বিকল্প নেই, বিশ্বাস রঞ্জিত মল্লিকের। 


আরও পড়ুন: World Asthma Day 2023 : প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন