কলকাতা: এমন ঘটনা বাংলা চলচ্চিত্রে শেষ কবে ঘটেছে বলা যায় না। নায়ক ‘মেসি’ ওরফে রণদীপ বসু জীবনের জন্য লড়ছেন হাসপাতালে। তিনি কার্যত কোমায়। অন্যদিকে, তাঁরই অভিনীত ছবি ‘মেসি’ মুক্তি পেতে চলেছে ৮ জুন।
এই ছবির পরিচালক রিঙ্গো জানিয়েছেন, ‘মেসি’-র চিত্রনাট্য লেখা হয়েছিল আরিয়ান ভৌমিক ও রণদীপকে সামনে রেখে। এই ছবিতে মেসিরা দুই ভাই। ফুটবলের সঙ্গে সম্পর্কের গল্পও বলা হয়েছে এই ছবিতে। অভিনয়ে রণদীপ ও আরিয়ান ছাড়াও আছেন রানা মিত্র, সুমিত সমাদ্দার, ঐশিকী চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী। রণদীপ ও আরিয়ানের মায়ের এক বিশেষ চরিত্রে চৈতি ঘোষাল।
‘রনো এই মুহূর্তে মেসির মতো যুদ্ধ করছে। রনো, আমার মেসি ফিরবেই এই মাঠে।’ এমনটাই বিশ্বাস চৈতির। নায়ককে ছাড়াই মুক্তি পাচ্ছে এই ছবি। রিঙ্গোও চৈতির মতোই আশাবাদী। এই মুহূর্তে পরিচালক-প্রযোজকের একটাই প্রার্থনা, জীবনের মূলস্রোতে ফিরে আসুন পর্দার মেসি রণদীপ।
হাসপাতালে চিকিৎসাধীন রণদীপ বসু, তাঁর ছবি ‘মেসি’ মুক্তি পাচ্ছে ৮ জুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2017 08:59 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -