কলকাতা: সদ্যই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। শুধু বিতর্ক বললেও কম বলা হয়, একেবারে আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিল তাঁর নাম। সেই জটিলতা এখনও পর্যন্ত কাটেনি। এই নেটপ্রভাবী মূলত জনপ্রিয় তাঁর পডকাস্টের জন্যই। আর দীর্ঘ বিরতির পরে, ফের একবার নতুন কাজের ইঙ্গিত দিলেন রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ পোস্ট করেছেন রণবীর। সেখানে তিনি সবাইকে, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, নতুন কাজ শুরু করতে চলেছেন তিনি।
কমেডিয়ান সময় রায়না ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া।
এই গোটা ঘটনায় অবশ্যই তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেন পডকাস্টের দুনিয়ার জনপ্রিয় সঞ্চালক রণবীর। এক্স মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। বলেছিলেন, কোনও যুক্তি দেবেন না। যা হয়েছে ঠিক হয়নি। যা বলা হয়েছে তা মোটেই মজার নয়। তাঁর আরও সতর্ক হওয়া উচিৎ ছিল। শুধু ক্ষমাটুকুই চাইছেন তিনি। কিন্তু এরপরেও ক্ষোভ, রোষ, প্রতিবাদ একটুও কমেনি। উল্টে রণবীর এলাহবাদিয়ার নামে একের পর এক এফআইআর দায়ের হয়। রণবীরের সেই সমস্ত মামলা এখনও চলছে। এর মধ্যে নতুন কোনও ভিডিও আপলোড করেননি তিনি। আর এবার, দীর্ঘদিন পরে নতুন কাজের ইঙ্গিত দিলেন রণবীর। জানিয়ে দিলেন, খুব তাড়াতাড়ি আসছে তাঁর নতুন ভিডিও। সেই সঙ্গে পরিবারের মানুষদের সঙ্গেও ছবি শেয়ার করে নেন রণবীর।
ওই শো- এর বিতর্কিত এপিসোড ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ওই এপিসোড প্ল্যাটফর্মের সদস্যদের জন্য এক্সক্লুসিভ ভাবে উপলব্ধ ছিল। কিন্তু এখন ভারতেই ওই ভিডিওর উপলব্ধতা বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র রোষের মুখে রণবীর নিজেও ঘটনার দিনই ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন এক্স হ্যান্ডেলে। সেখানে নির্মাতাদের ওই ভিডিও ক্লিপিং সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন বিয়ারবাইসেপস।